Yogi Aadityanath (Photo Credits: PTI/File)

লখনউ, ১০ নভেম্বর: ফৈজাবাদের পর বদায়ুন (Badaun)। ফের নাম বদল হচ্ছে যোগীর রাজ্যের আরও এক জেলার। মঙ্গলবার এই প্রসঙ্গে বদায়ুনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, "বিশ্বের বচেয়ে উর্বর ভূমি হল বদায়ুন। এর আগের নাম ছিল ভেদামাউ। বৈদিক শিক্ষার কেন্দ্র ছিল এই ভেদামাউ। " আগে বদায়ুন জেলার নাম পরিবর্তন নিয়ে কোনও সরকারি পদক্ষেপ করা না হলেও মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, "আমরা এখন বদাউনের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক দাবি জানাব। আমরা ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছি এবং তথ্য তুলে ধরার জন্য ইতিহাসের অনুসন্ধান করছি। আমরা আশা করছি, নির্বাচনের আগে প্রক্রিয়া শেষ হবে।"

পৌরাণিক কাহিনী অনুসারে আহির রাজকুমার বুদ্ধের নামেই  এই জায়গার বদায়ুন  নামকরণ হয়।  আরও পড়ুন- Dalai Lama: তাইওয়ানে নয় ভারতেই থাকতে চান দলাই লামা

উল্লেখ্য, অধ্যাপক গোটি জন বলেছেন, প্রাচীন শিলালিপি "বেদামুথ" থেকে এই জায়গার নামকরণ হয়েছে। এই অঞ্চলকে বলা হত পাঞ্চাল।  পাথরে লেখা ছিল "ভাদৌনলাক"।  মুসলিম ঐতিহাসিক রোজ খান লোধি বলেন, "এই জায়গায় বৌদ্ধ বিহার  ও বৌদ্ধ মঠ নির্মাণ করান সম্রাট অসোক। সেই মঠের নামকরণ করা হয়. বুদ্ধমাউ।" বলাবাহুল্য, বদায়ুনের জনসংখ্যার ২১ শতাংশ মুসলিম।

মনে রাখা উচিত যে আলিগড়ের নাম বদলে হরিগড় ও সুলতানপুরের নাম বদল করে খুশভবনপুর করার কাজ এখনও আটকে রয়েছে। এই দুটি কাজই করবে যোগীর সরকার। এর মধ্যেই বদয়াুনের নাম বদলের বিষয়টি উসকে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।