অযোধ্যা: আগামীকাল গোরখপুর-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস (Gorakhpur-Lucknow Vande Bharat Express) ও যোধপুর-সবরমতী বন্দে ভারত এক্সপ্রেসের (Jodhpur-Sabarmati Vande Bharat Express) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
তার আগে গোরখপুর-অযোধ্যা রুটে (Gorakhpur-Ayodhya route) বন্দে ভারত এক্সপ্রেসের পরীক্ষামূলক চলাচলের (Vande Bharat Express train trial) বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যার রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস (Ayodhya's Ram Janmabhoomi Chief Priest Acharya Satyendra Das)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "বন্দে ভারত এক্সপ্রেস একটি দুর্দান্ত ট্রেন (magnificent train) যা গোরখপুর থেকে লখনউ পর্যন্ত চলবে এবং অযোধ্যাও অতিক্রম করবে। এটি একটি চমৎকার ট্রেন কারণ এতে সমস্ত পরিষেবা (services) রয়েছে। প্রধানমন্ত্রী মোদির অবদান (contribution) অত্যন্ত প্রশংসনীয় (commendable)।" আরও পড়ুন: Lalu Prasad Yadav: 'রাজনীতিতে অবসর হয় না', ভিডিয়োতে দেখুন অজিত পাওয়ারকে কটাক্ষ করে কী বললেন লালুপ্রসাদ
দেখুন ভিডিয়ো:
#WATCH | Uttar Pradesh: Vande Bharat Express is a magnificent train that will run from Gorakhpur to Lucknow and will also cross Ayodhya. It is a magnificent train as it has all the services...PM Modi's contribution is commendable: Chief Priest Ram Janmabhoomi Ayodhya, Acharya… pic.twitter.com/xxVOE89J4L
— ANI (@ANI) July 6, 2023