Ayodhya Logo Photo Credit: Twitter@AmanKayamHai_

সোশ্যাল মিডিয়ায় সামনে এল উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের লোগো। বলা হচ্ছে অযোধ্যার এই লোগো শীঘ্রই পুরো মন্দির শহরে প্রদর্শিত হবে।ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই লোগো। রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা মাথায় রেখে আগে থেকেই সাজানো হচ্ছে অয়োধ্যা শহরকে। তৈরি করা হচ্ছে ঝাঁ চকচকে অযোধ্যা স্টেশন, আন্তর্জাতিক মানের বিমান বন্দর, একাধিক হাইওয়ের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে অযোধ্য়াকে। বিদেশি অতিথিদের থাকার জন্য ঘর তৈরি করা হচ্ছে। অযোধ্য়ার ১০০টি প্লট দেওয়া হচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠনকে।

নতুন বছরে সকলের সামনে উন্মোচিত হবে শ্রী রাম জন্মভূমি মন্দির।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ জানুয়ারী শ্রী রাম জন্মভূমি মন্দিরে  শ্রী রাম লালার  বিগ্রহ উন্মোচন  করবেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার অভিষেক অনুষ্ঠানে প্রবীণ ক্রিকেটার শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, ফিল্ম তারকা অমিতাভ বচ্চন এবং শিল্পপতি মুকেশ আম্বানি সহ প্রায় সাত হাজার মানুষকে রাম মন্দিরে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাস্ট ৩০০০ ভিভিআইপি সহ ৭০০০০জনকে আমন্ত্রণ পাঠিয়েছে। এমনকি  ১৯৯২সালে নিহত কর সেবকদের পরিবারকেও এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিত ভিভিআইপিদের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত,যোগগুরু রাম দেব, শিল্পপতি রতন টাটা, শিল্পপতি গৌতম আদানিও রয়েছেন। ২২শে জানুয়ারি, শ্রী রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করার একদিন পরে, ভক্তরা অযোধ্যার শ্রী রাম মন্দির দেখতে পারবেন।