প্রতীকী ছবি (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৫ মার্চঃ যখন তখন টাকা তোলার ক্ষেত্রে এটিএম কার্ডের ব্যবহার অনস্বীকার্য। টাকা তোলা হোক কিংবা ব্যাঙ্কের ব্যালেন্স চেক করা মুহূর্তের মধ্যেই হয়ে যায় এটিএম কার্ডের মাধ্যমে। ব্যাঙ্কে যাওয়ার ঝক্কি পোহাতে হয় না গ্রাহকদের। তবে এবার এটিএম কার্ড পরিষেবার মূল্য বাড়াতে চলেছে ব্যাঙ্কগুলো। এটিএম (ATM) থেকে বিনামূল্যে টাকা তোলার সীমা ছাড়ালেই এবার গ্রাহকদের গুনতে হবে অতিরিক্ত ফি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সদ্যই এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছে। অর্থাৎ এক মাসে বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করলে গ্রাহকের থেকে এত দিন যে চার্জ নেওয়া হত, সেই অঙ্কটাই এবার বাড়তে চলেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ১ মে, ২০২৫ থেকে লাগু হবে এই নয়া নির্দেশিকা। টাকা তোলা কিংবা ব্যালেন্স চেক করা গ্রাহকদের কাছে কিছুটা ব্যয়বহুল হতে চলেছে।

বাড়ছে এটিএম ফিঃ

  • বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করলে টাকা তোলার জন্য প্রতি লেনদেনে ১৭ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৯ টাকা।
  • ব্যালেন্স চেক করার ক্ষেত্রেও ফি বাড়িয়ে ৬ টাকা থেকে করা হয়েছে ৭ টাকা।

বিনামূল্যে এটিএম কার্ডে লেনদেনের সীমাঃ

বিনামূল্যে এটিএম কার্ডে লেনদেনের (ATM withdrawals) একটি নির্দিষ্ট সীমা রয়েছে। মেট্রো শহর এবং নন-মেট্রো শহরের ক্ষেত্রে সেই নিয়ম আবার আলাদা। যেমন ধরুন, মেট্রো শহরগুলোতে হোম ব্যাঙ্ক ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সীমা ৫ বার। আবার নন-মেট্রো শহরগুলোতে বিনামূল্যে এটিএম লেনদেনের সীমা ৩ বার। লেনদেনের সেই সীমা অতিক্রম করলে এতদিন চার্জ বাবদ গ্রাহকের থেকে যে টাকা নেওয়া হত, সেই চার্জেই বদল এনে অঙ্কটা কিছুটা বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।