Atishi (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৭ সেপ্টেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) পদে ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আসছেন অতিশী (Atishi)। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ ইস্তফা দেবেন কেজরি। অতিশীর নাম দিল্লির নয়া মুখ্যমন্ত্রী পদে মনোনীত হতেই সাংবাদিক সম্মেলন করেন আপ (AAP) নেত্রী।  অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানান অতিশী। বিশ্বাস করে কেজরিওয়াল তাঁকে দায়িত্ব দিয়েছেন। ফলে তিনি তাঁর গুরু কেজরিওয়ালের কাছে কৃতজ্ঞ বলে জানান আপ নেত্রী। শুধু তাই নয়, রাজনীতিতে প্রথম আসা একজনকে ভরসা করে মুখ্যমন্ত্রীর পদে বসানোর মত সিদ্ধান্ত একমাত্র আপ-ই নিতে পারে বলে মন্তব্য করেন অতিশী।

অরবিন্দ কেজরিওয়াল যে তাঁকে ভরসা করে দায়িত্ব দিয়েছেন, তার জন্য ফের কেজরিওয়ালকে বার বার ধন্যবাদ জানান অতিশী।

আরও পড়ুন: Atishi Named New Delhi CM: কুর্সিতে বসছেন অতিশী, বিকেল সাড়ে চারটেয় দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন কেজরি

এসবের পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল আজ ইস্তফা দিচ্ছেন। যা তাঁর কাছে অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী অতিশী। এসবের সঙ্গে আপের সমস্ত নেতা, কর্মী এবং দিল্লির ২ কোটি মানুষের কাছে তাঁদের একমাত্র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেই মন্তব্য করেন অতিশী।