Photo Credits: Twitter

শনিবার রাতে প্রয়াগরাজের জেল থেকে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদ (Atiq Ahmed) ও তার ভাই আশরাফ আহমেদকে। সাংবাদিকরা আতিককে ঘিরে ধরেন তার ছেলের এনকাউন্টারে মৃত্যু নিয়ে প্রশ্ন করতে। আতিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ই পুলিশের ভিড়ের মাঝেই তিনজন দুষ্কৃতী এসে সরাসরি এসে গুলি করে আতিকের মাথায়। গুলি খেয়ে লুটিয়ে পড়েন আতিক ও আশরাফ।

তারপরও একের পর এক গুলিতে ঝাঁঝরা করা হয় আতিক ও তার ভাই আশরাফের দেহ। পুলিশ নীরব দর্শকের ভূমিকা সবটাই দেখে। বিরোধীদের দাবি, সবটাই হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য়ের পুলিশের নির্দেশেই। আরও পড়ুন-বিহারের চম্পারণে বিষমদের বলি ২২, দৃষ্টিশক্তি হারালেন অনেকে

দেখুন ভিডিয়ো (Graphic Content)

দেখুন ভিডিয়ো (Warning: Disturbing Visuals)

দিন দুয়েক আগে আতিকের ছেলে আসাদের পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়। আসাদের শেষকৃত্যের পরেই পুলিশের গুলিতে মৃত্যু হল প্রাক্তন সাংসদ আতিকের। দিন চারেক আগেই আতিক আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাকে মেরে ফেলতে পারে পুলিশ।