Atal Tunnel (Photo Credits: Twitter)

নয়াদিল্লি, ২ অক্টোবর: রোহতাঙে অটল সুড়ঙ্গ পথের উদ্বোধনে নরেন্দ্র মোদি। আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ১০ হাজার ফুট উচ্চতায় তৈরি হতে চলেছে বিশ্বের দীর্ঘতম টানেল (World's Largest Tunnel)। নিজেদের ঐতিহ্য মেনে নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) স্বাগত জানাতে তৈরি হচ্ছে হিমাচল প্রদেশ। রিপোর্ট বলছে, নরেন্দ্র মোদির হিমাচল প্রদেশের সফরে সঙ্গী হতে পারেন রাজনাথ সিং (Rajnath Singh) এবং অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। পড়ুন: SOS Kolkata Teaser: অ্যাকশন-থ্রিলার-উত্তেজনা! যশ-মিমি-নুসরতের এসওএস কলকাতা ছবির টিজার মুক্তি

বিশ্বের দীর্ঘতম টানেলের খুঁটিনাটি

১. ৯.০২ কিমি লম্বা টানেলটি মানালি থেকে লাহুল-স্পিটি উপত্যকার মধ্যে যোগাযোগ স্থাপন করবে।

২. মানালি থেকে লেহ-র মোট দূরত্ব টানেলের জেরে কমে দাঁড়াবে ৪৬ কিলোমিটার অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় কম লাগবে।

৩. ৮ মিটার চওড়া এই সুড়ঙ্গপথের রাস্তা।

৪. হিমালয়ের পির পঞ্জাল রেঞ্জের উপর তৈরি এই টানেলটি তৈরি হতে সময় লেগেছে ১০ বছর।

করোনা সংক্রমণ রুখতে সমস্ত নীতি নির্দেশিকা মেনেই প্রস্তুতি চলছে। সুড়ঙ্গ উদ্বোধনের পর হিমাচল প্রদেশে দু'টি জনসভা করবেন নরেন্দ্র মোদি। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, "২০০ জন হাজির থাকবেন এই অনুষ্ঠানে। ৭ মাস পর তিনি সুড়ঙ্গ উদ্বোধনের জন্য হিমাচল প্রদেশের মাটিতে পা রাখতে চলেছেন।"