পথদুর্ঘটনা (প্রতীকি ছবি : ANI)

সুরাট, ১৯ জানুয়ারি: মঙ্গলবার কাকভোরে ভয়াবহ পথদুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হল। রাস্তার ধারে সারিবদ্ধ ভাবে শুয়ে থাকা ১৮ জন শ্রমিককে পিষে দিল ট্রাক। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে। বাকিদের আঘাতও গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটের (Surat) কোশাম্বা এলাকায়। সেখানকার পিপলোদ গ্রাম লাগোয়া রাস্তার পাশেই ঘুমোচ্ছিল শ্রমিকের দল। আর মাণ্ডবীর দিকে যাচ্ছিল ঘাতক ট্রাক। উল্টো দিক থেকে আসা আঁখ বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাক চালক। রাস্তার পাশেই অঘোরে ঘুমন্ত শ্রমিকদের উপরেই উঠে যায় ট্রাকের চাকা। পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। আরও পড়ুন-West Bengal Govt. Wins Skoch Award: কোভিড পরিস্থিতি সিদ্ধহস্তে মোকাবিলা করায় পুরস্কৃত মমতা ব্যানার্জির সরকার, ‘স্কচ গোল্ডেন’ অ্যাওয়ার্ড পেল পশ্চিমবঙ্গ

তড়িঘড়ি বাকিদের হাসপাতালে নিয়ে গেলে আরও তিনজন প্রাণ হারান। এইমুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। ঘটনাস্থলে পৌঁচেছে পুলিশ ও উ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, মৃত ও আহত শ্রমিকরা রাজস্থানের কুশলগটের বাসিন্দা। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।