Shubhanshu Shukla Meets PM Modi: আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ১৮ দিনের সফল মিশন শেষে সম্প্রতি পৃথিবীতে ফেরেন ভারতীয় বিমানবাহিনীর গ্রুপ ক্য়াপ্টেন শুভাংশু শুক্লা। ২০২৫ সালে অ্যাক্সিয়ম মিশন ৪-এর মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছিলেন শুভাংশু। এদিন, নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন লখনৌয়ের বাসিন্দা 'মহাকাশজয়ী' শুভাংশু। তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। তাঁর এই মহাকাশ অভিযান দেশবাসীর সাহস বাড়াবে ও তরুণ প্রজন্মের কাছে বড় উদাহরণ হয়ে তাকবে বলে শুভাংশুকে জানান মোদী।
নজির গড়া মহাকাশ অভিযান সেরে গত মাসে পৃথিবীতে ফেরেন শুভাংশু
মহাকাশে তাঁর ১৮ দিনের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান শুভাংশু। প্রধানমন্ত্রী মোদী তাঁর কাছে জানতে চান মহাকাশ অভিযান নিয়ে বেশ কিছু বিষয়। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশ অভিযানে গিয়েছিলেন শুভাংশু। সবচেয়ে বেশি সময় মহাকাশে কাটানো ভারতীয় হওয়ার নজিরও গড়েছেন। চলতি বছর ২৬ জুন স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে চড়ে শুভাংশু আইএসএস-এ পা রেখেছিলেন।
দেখুন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শুভাংশুর সাক্ষাত
PM Modi meets Astronaut Shubhanshu Shukla at LKM pic.twitter.com/i1dALUeFm9
— Sidhant Sibal (@sidhant) August 18, 2025
শুভাংশু শুক্লার মহাকাশ অভিযানে ভারত সরকারের খরচ হয় মোট ৫৪৮ কোটি টাকা
সংবাদমাধ্যমে প্রকাশ, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার অ্যাক্সিয়ম মিশন ৪ (Ax-4)-এর মাধ্যমে মহাকাশ অভিযানের জন্য ভারত সরকার এবং ইসরো (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) মোট ৫৪৮ কোটি টাকা (প্রায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করে। তার মধ্যে ছিল ১৮ দিনের মিশনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার এবং গবেষণার খরচ।