দিল্লি, ৯ অক্টোবর: ২০২৩ সালেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলাঙ্গানা, ছত্তিশগড় এবং মিজোরামে, এই ৫ রাজ্যে বিধানসভা ভোট নিয়ে ইতিমধ্যেই সরগরম শুরু হয়েছে। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্য়ে সোমবার নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা করা হল। এবার ৬০ লক্ষ যুবক, যুবতী নতুন করে ভোটার হবেন বলে জানানো হয় নির্বাচন কমিশনের তরফে। ফলে নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে ২৯০০ ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করা হবে বলে জানান জাতীয় নির্বাচন কমিশনার। যে ৫ রাজ্যে ভোট, তার মধ্যে ছত্তিশগড়ে নির্বাচন ৭ এবং ১৭ নভেম্বর। মধ্যপ্রদেশে ভোট ১৭ নভেম্বর। মিজোরামে ভোটগ্রহণ হবে ৭ নভেম্বর। রাজস্থানে নির্বাচন ২৩ নভেম্বর। এবং তেলাঙ্গানায় ভোটগ্রাহণ ৩০ নভেম্বর বলে জানানো হয়। নির্বাচন পর্ব সমাধার পর ৩ ডিসেম্বর ঘোষণা হবে ফলাফল।
For the upcoming Assembly elections 2023 in five states, 1.77 lakh polling stations will be set up in 679 assembly constituencies: Chief Election Commissioner Rajiv Kumar pic.twitter.com/VZm8RWZhF9
— ANI (@ANI) October 9, 2023
যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেই রাজ্যগুলিতে ৯৪০টি আন্ত-রাজ্য সীমান্ত রয়েছে। ফল সীমান্ত এলাকাগুলিতে কড়া পাহারার ব্যবস্থা রাখা হচ্ছে। মাদক, অর্থ বা অন্য কোনও ধরনের বেআইনি জিনিসপত্র যাতে সীমান্ত পার করে কোনওভাবে ভোটের রাজ্যগুলিতে প্রবেশ করতে না পরে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার।
5 States Assembly polls | Chhattisgarh to vote on 7th Nov & 17th Nov; Madhya Pradesh on 17th Nov; Mizoram on 7th Nov, Rajasthan on 23rd Nov and Telangana on 30th Nov; Results on 3rd December pic.twitter.com/jV7TJJ9W4A
— ANI (@ANI) October 9, 2023
তেলাঙ্গানায় বর্তমানে ক্ষমতায় রয়েছে বিআরএস। ছত্তিশগড় এবং রাজস্থানের ক্ষমতা রয়েছে কংগ্রেসের হাতে। মধ্যপ্রদেশে বিজেপি সরকার এবং মিজোরামে ক্ষমতা বর্তমানে রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্টের হাতে। এই রাজ্যে মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে কংগ্রেসের টক্কর কতটা হয়, সেদিকে তাকিয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলি।