নয়াদিল্লিঃ আজ, ১০ জুলাই দেশের ৭ রাজ্যের ১৩ টি কেন্দ্রে উপনির্বাচন (Assembly By-Polls)। এই ৭ রাজ্যের মধ্যে রয়েছে বিহার (Bihar), পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ু Tamil Nadu), মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং হিমাচল প্রদেশ। সকাল ৭ টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পক্রিয়া। ভোটগ্রহণ হচ্ছে মানিকতলা (Maniktala) , বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে ভোট করাতে চার কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে নির্বাচন কমিশন। বাগদায় মোতায়েন থাকছে সবচেয়ে বেশি বাহিনী। ২০ কোম্পানি বাহিনী থাকছে সেখানে। বাকি রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি, রায়গঞ্জে ১৬ কোম্পানি এবং মানিকতলায় ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। রাজ্যের কয়েকটি বুথে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা যায়নি বলে খবর। মানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৭০ নম্বর বুথে ইভিএম খারাপ। ভোট গ্রহণ শুরু করা যায়নি এখনো। মানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৭০ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ার দরুণ ভোটগ্রহণ পক্রিয়া দেরিতে শুরু হয় বলে খবর।
Assembly by-polls begin on 13 Assembly seats across 7 states
Read @ANI Story | https://t.co/fjVqCR5g9N#assemblybyelection #Assemblybypolls pic.twitter.com/MYqUjb3HrU
— ANI Digital (@ani_digital) July 10, 2024