গুয়াহাটি, ১৫ মে: লকাডাউন (Coronavirus Lockdown) আরও ১৪ দিন বাড়নোর পক্ষে সওয়াল করে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠালেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Assam Chief Minister Sarbananda Sonowal)। সোনোয়াল শুক্রবার বলেন যে ১৭ মে-র পর আরও দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর বিষয়ে কেন্দ্রকে তিনি চিঠি দিয়েছেন। তিনি বলেন, "আমরা আমাদের লিখিত সুপারিশ পাঠিয়েছি। আমরা লকডাউন চালিয়ে যেতে চাই। ভারত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। সুপারিশ নেওয়া ছাড়াও অনেক পদক্ষেপ বিবেচনা করতে হবে।"
শুক্রবার সোনোয়াল একটি সাংবাদিক বৈঠকে করোনা সঙ্কট মোকাবিলায় অসম সরকারের নানা পদক্ষেপের বিষয়ে জানাচ্ছিলেনে। সেখানেই তিনি বলেন, “আমি এখন এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। সমস্ত রাজ্য কেন্দ্রকে চিঠি দিয়েছে, যারা এই লকডাউন সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।” আরও পড়ুন: FM Nirmala Sitharaman: শুক্রবার বিকেলে কেন্দ্রের নয়া আর্থিক প্যাকেজের তৃতীয় দফার ব্যাখ্যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
মহারাষ্ট্রের হটস্পটগুলিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। সংবাদসংস্থা সূত্রে খবর, মুম্বই, শোলাপুর, মালেগাঁও ও পুনেতে লকডাউন চলতে পারে মে মাসের শেষ পর্যন্ত। এমনই সিদ্ধান্ত নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।