
নয়াদিল্লিঃ চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের(Gang Rape) চেষ্টা। গ্রেফতার দুই। অন্য আর এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে অসমের (Assam) শ্রীভূমি জেলার লামাজুয়ার এলাকায়। অভিযোগ, অফিস থেকে ফেরার পথে বাসে উঠেছিলেন ওই যুবতী। এরপরই বাসের দরজা বন্ধ করে তাঁকে গণধর্ষণের চেষ্টা করে দুই সহযাত্রী। বাঁচার জন্য চিৎকার শুরু করেন তরুণী। এরপরই লোক জানাজানির ভয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় তরুণীকে। পালিয়ে যায় বাসটি। তরুণীকে রাস্তা থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ বন্ধুর স্ত্রীকে গণধর্ষণ করে লুট ১৫ লক্ষের গয়না ও জমিজমা, পলাতক যুবক
কর্মক্ষেত্র থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার তরুণী
এই ঘটনা জানাজানি হতেই অসমজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। শ্রীভূমির রাজপথে প্রতিবাদে নামেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটক করার প্রতিশ্রুতি দেওয়া হয় পুলিশের তরফে। ১২ ঘণ্টা কেটে গেলেও একজন অভিযুক্ত আটক না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ফের রাস্তায় শুরু হয় অবরোধ-বিক্ষোভ। প্রসঙ্গত, ১৩ বছর আগে দিল্লির রাস্তায় চলন্ত বাসে ধর্ষিতা হতে হয়েছিল নির্ভয়াকে। বন্ধুর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে লালসার শিকার হন তিনি। ধর্ষণ করে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় তাঁকে। মারধর করা হয় তাঁর পুরুষ বন্ধুকে। এরপর হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার।
চলন্ত বাসে গণধর্ষণের শিকার তরুণী
Assam Woman Fends Off Attack By Sending Location, Thrown Out Of Moving Bushttps://t.co/Wzbh3Qv0ok pic.twitter.com/C1Cf0D5CUK
— NDTV (@ndtv) April 2, 2025