Assam: Avian Influenza ও African Swine ফ্লু-র প্রকোপ থেকে বাঁচতে অন্য রাজ্য থেকে পোলট্রির মুরগি ও শুয়োর আমদানি নিষিদ্ধ অসমে
Photo Credits: ANI

গুয়াহাটি: ভারতজুড়ে ছড়াচ্ছে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা (Avian Influenza) ও আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের (African Swine fever) আতঙ্ক। এর জেরে এবার দেশের অন্য রাজ্য থেকে পোলট্রির মুরগি (poultry) ও শুয়োর (pigs) আমদানি নিষিদ্ধ (ban) করল অসম সরকার (Assam Government)।

এপ্রসঙ্গে শনিবার অসমের অ্যানিমাল হাসবেন্ড্রি ও ভেটারনারি মিনিস্টার অতুল বোরা (Assam Animal Husbandry and Veterinary minister Atul Bora) জানান, অসম ও উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলিতে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা ও আফ্রিকান সোয়াইন ফ্লু যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করা হচ্ছে। এই কারণে বাইরের রাজ্য থেকে পোলট্রির মুরগি ও শুয়োর আমদানি করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে অসমের পশ্চিম সীমান্ত এলাকায় এই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। কোনও ভাবেই যাতে ওই রোগগুলি অসম-সহ উত্তর-পূর্বের অন্য রাজ্যে ছড়িয়ে না পড়ে তার দিকে খেয়াল রাখছে সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, আফ্রিকান সোয়াইন ফ্লু-র প্রকোপ থেকে বাঁচতে জানুয়ারি মাসে মধ্যপ্রদেশের দামোহা জেলায় ৭০০টি শুয়োরকে হত্যা করেছে প্রশাসন। আরও পড়ুন: Mumbai Shocker: পোলান্ডের মহিলাকে একাধিকবার ধর্ষণ, অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ মুম্বইয়ে