গুয়াহাটি, ১৭ জুন: এক নাগাড়ে বৃষ্টির জেরে অসমে (Assam) ফের খারাপ হতে শুরু করেছে বন্যা (Flood) পরিস্থিতি। বন্যার জেরে অসমের কামরূপ জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। বন্যার জেরে কামরূপ জেলায় প্রায় ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে।
রিপোর্টে প্রকাশ, কামরূপে বরোলিয়া নদীর জল বাড়তে শুরু করেছে। ফলে একটানা বৃষ্টির জেরে বরোলিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। বরোলিয়ার জল বাড়তে শুরু করায় হাজো, চৌমুখা-সহ একাধিক এলাকার গ্রাম জলের নীচে। রঙ্গিয়া এলাকার ৭৭টি গ্রাম জলের নীচে বলে জানা যাচ্ছে। যার জেরে ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Agnipath: দাউ দাউ করে জ্বলছে ট্রেন, পুড়ছে গাড়ি, অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে অগ্নিগর্ভ বিহার
বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য রঙ্গিয়া এলাকায় আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে। সেখানে একাধিক এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন। জানা যাচ্ছে, বন্যার জেরে অসমে কমপক্ষে ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের।