Rahul Gandhi's ‘Bharat Jodo Nyay Yatra’ (Photo Credit: Twitter)

অসমের জুমুগুরিহাটে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রায় হামলার অভিযোগ। এক সংবাদসংস্থার প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে বিজেপির পতাকাধারী বেশ কয়েকজন ব্যক্তি কংগ্রেসের পদযাত্রা আটকানোর চেষ্টা করছেন। ঝামেলা বাড়তেই রাহুল গান্ধীকে জোর করে বাসে তুলে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ভিডিয়োতে এমনটা দেখা যাচ্ছে। এই ঘটনায় অসম কংগ্রেস সভাপতি নাক থেকে রক্ত বের হতে দেখা যায়। আরও কয়েকজন কংগ্রেস নেতাকে জখম অবস্থায় দেখা গিয়েছে। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা জয়রাম রমেশের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

কংগ্রেসের অভিযোগ, তাদের ভারত ন্যায় জোড়ো যাত্রার মাঝে বিজেপির ঝান্ডাধারী একদল দুষ্কৃতী তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার পোস্টার ছেড়া, তাদের ওপর বোতল থেকে জল ফেলার অভিযোগও তোলেন জয়রাম রমেশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশেই দুষ্কৃতীরা তাদের পদযাত্রায় হামলা চালায় বলে অভিযোগ কংগ্রেসের। আরও পড়ুন-বাড়িতে বসেই রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকুন, টেলিভিশনে কোথায়, কখন দেখবেন সরাসরি, জানুন বিস্তারিত

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

ভারত ন্যায় যাত্রা অসমে ঢোকার পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে নজরিবিহীন কটাক্ষ করেন রাহুল গান্ধী। হিমন্ত বিশ্ব শর্মা দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রী বলে অ্যাখা দেন রাহুল। পরে রাহুলকে পাল্টা কটাক্ষ করেন হিমন্ত।