Himanta Biswa Sharma (Photo Credit: Twitter)

চিন, ৩ জুন: পাকিস্তানের হুমকি নস্যাৎ করে দিলেন হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Sarma)। ব্রক্ষ্মপুত্রের (Brahmaputra) জল কমিয়ে দেওয়ার যে হুমকি পাকিস্তানের তরফে দেওয়া হয়, তা কার্যত উড়িয়ে দেন অসমের মুখ্যমন্ত্রী। হিমন্ত জানান, চিন যদি ব্রহ্মপুত্রের জলপ্রবাহ কমিয়ে দেয়, তাহলে তা অসমের জন্য উপকারী হবে।  চিন ব্রহ্মপুত্রের (Brahmaputra) জলের প্রবাহ কমিয়ে দিলে, অসমে বন্যার প্রকোপ কমবে। ফি বছর অসম যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়, চিন জলের প্রবাহ কমিয়ে দিলে, সেই জ্বালা থেকে অসম মুক্তি পাবে। এমনই মন্তব্য করলেন হিমন্ত বিশ্বশর্মা। অর্থাৎ সিন্ধু নদে জলের প্রবাহ কমিয়ে দেওয়ার প্রসঙ্গে চিনের প্রসঙ্গ টেনে এনে ব্রহ্মপুত্র যে নিয়ে হুমকি দেয় পাকিস্তান (Pakistan), তাকে নস্যাৎ করে দেন অসমের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: After Indus Treaty Suspension, Pakistan Faces Water Crisis: বন্ধ সিন্ধুর জল, তীব্র গরমে চরম জল কষ্টে ভুগছে পাকিস্তান

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ ব্রহ্মপুত্রের (Pakistan's Brahmaputra Threat) প্রসঙ্গে টেনে তুলে ভারতকে হুমকি দেন। শেহবাজ় (Shehbaz Sharif) বলেন, ভারত যেভাবে সিন্ধুর জলের প্রবাহ কমিয়ে দিয়েছে, সেই একই অস্ত্র ব্রহ্মপুত্রের ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে তিনের মাধ্যমে। চিন তাঁদের বন্ধু। ফলে বন্ধুর হাত ধরে তাঁরা ব্রহ্মপুত্রের জলের প্রবাহ কমিয়ে দিতে পারেন।

শেহবাজ় শরিফের ওই মন্তব্যের প্রেক্ষিতে পালটা উত্তর দেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জানান, ব্রহ্মপুত্রের জলের প্রবাহ চিন কমিয়ে দিলে, তার জেরে ফি বছর বন্যার হাত থেকে রক্ষা পাবে অসম। অর্থাৎ পাকিস্তানের কথায় কার্যত পাত্তা না দিয়ে, ব্রহ্মপুত্রের জলের প্রবাহ নিয়ে হুমকি উড়িয়ে দেন অসমের মুখ্যমন্ত্রী।

দেখুন কী লিখলেন হিমন্ত বিশ্বশর্মা...

 

বর্তমানে অসমে ভয়াবহ বন্যার সময় চলছে। অসমের ২২টি জেলা জলের নীচে। বহু মানুষ বন্যা কবলিত। অসমের পাশাপাশি উত্তরপূর্বের অন্য রাজগুলিও বন্যায় জেরবার। ফলে কেন্দ্রের তরফে সমস্ত ধরনের সহযোগিতা উত্তরপূর্বের রাজ্যগুলিকে করা হবে বলে জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে।