গুয়াহাটি, ৮ অক্টোবর: রাজনীতিবিদদের ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলতে হয়। যে যত ভারসাম্য রাখতে পারেন, তিনি তত এগিয়ে যান। কংগ্রেস থেকে বিজেপি-তে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে অসমের নেতা হিমন্ত বিশ্ব শর্মা এই ভারসাম্যের রাজনীতিতে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। এদিন গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা করলেন তা সবাইকে চমকে দিল।
মঞ্চে বসা দলের অভিজ্ঞ, তার চেয়ে সিনিয়র নেতাকে সম্মান দিতে গিয়ে একেবারে সেই বিজেপি নেতার পা ধুয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলের বর্ষীয়ান নেতার পা ধুয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এমন বিরল ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।আরও পড়ুন-অতিরিক্ত চার্জের অভিযোগ, কর্ণাটকে বন্ধ হল ওলা, উবার এবং র্যাপিডোর অটো পরিষেবা
দেখুন ভিডিও
#WATCH | Assam CM Himanta Biswa Sarma washed the feet of senior BJP workers in Guwahati today. pic.twitter.com/OfEW5WoaDC
— ANI (@ANI) October 8, 2022
বিরোধীরা এই ভিডিওকে অতি ভক্তি অন্য কিছুর লক্ষ্মণ হতে পারে বলে কটাক্ষ করলেও, বিজেপি সমর্থকরা হিমন্তের এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন। শুধু অসম নয়, উত্তর পূর্ব ভারতে বিজেপি-র স্তম্ভ হয়ে উঠেছেন এক সময় কংগ্রেস বড় পদে থাকা হিমন্ত।
কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়ে একেবারে মুখ্যমন্ত্রী হওয়াটা সহজ কথা ছিল না হিমন্তের পক্ষে। অসম আদি বিজেপি-র একাংশ হিমন্তকে মুখ্যমন্ত্রী করার বিরোধিতা করেছিলেন। তবে অমিত শাহ সহ বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সর্বানন্দ সোনওয়ালকে সরিয়ে ২০২১ বিধানসভায় জয়ের পর হিমন্তকে অসমের কুর্সি দেওয়া হয়। অসমে নিজের একচ্ছত্র রাজ প্রতিষ্ঠা করে হিমন্ত এখন দলের সিনিয়র, অভিজ্ঞ নেতাদের কাছে টানার কৌশল করছেন। কারণ হিমন্ত জানেন অসমে একমাত্র তাঁকে এখন হারাতে পারে দলের গোষ্ঠীদ্বন্দ্ব।