Photo Credits: ANI

বেঙ্গালুরু: শনিবার কর্নাটকে (Karnataka) নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু করা হবেই বলেই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma)। এর পাশাপাশি মুসলিম মহিলাদের (Muslim women) বিজেপি (BJP) সন্তান উৎপাদনের মেশিনে (child-producing machines) পরিণত করতে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

কর্নাটকে বিজেপি প্রার্থীদের হয়ে রোডশো করার সময় বক্তব্য রাখতে গিয়ে এপ্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "আমরা অভিন্ন দেওয়ানি বিধি চালু করবই। মুসলিম মহিলা ও মেয়েদের (Muslim women & daughters) চার বারের বেশি বিয়ে করার জন্য বাধ্য করা হয়। তাই আমরা অভিন্ন দেওয়ানি বিধি চালু করবই। মুসলিম মেয়েদের সন্তান উৎপাদনের মেশিন নয়, চিকিৎসক (doctors) ও ইঞ্জিনিয়ার (engineers) তৈরি করতে হবে।" আরও পড়ুন: Vijayapura Shootout: কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারের সময় বিজয়াপুরায় গুলিতে মৃত কুখ্যাত দুষ্কৃতী

দেখুন ভিডিয়ো: