Photo Credits: ANI

গুয়াহাটি: খুব দ্রুত উন্নতি হচ্ছে (Improvement) মণিপুরের পরিস্থিতির (Manipur's Situation)। প্রতিদিনই আগের থেকে ভালো হচ্ছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবিই করলেন অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM & BJP leader Himanta Biswa Sarma)। এর পাশাপাশি মণিপুর নিয়ে কংগ্রেসের (Congress) মন্তব্যকে কুমীরের কান্না বলে কটাক্ষও করেন তিনি।

এপ্রসঙ্গে বলেন, "আমি মনে করি মণিপুরের পরিস্থিতির প্রতিদিন পরিবর্তন হচ্ছে। অবস্থা দেখে আমার মনে হচ্ছে আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যে আরও বেশি করে পরিস্থিতির উন্নতি হবে। মণিপুরে যখন শান্তি (peace) ফিরছে, অবস্থা ক্রমশ ভালো হচ্ছে তখন কংগ্রেস কুমীরের মড়াকান্না কাঁদছে (crying)। যখন পরিস্থিতি ভয়াবহ (volatile situation) হয়ে উঠেছিল তখন তাদের কান্না করার দরকার ছিল। কিন্তু, এখন তাদের না মণিপুরে যাওয়ার দরকার আছে না মণিপুরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার দরকার আছে। বর্তমানে মণিপুর ক্রমশ স্বাভাবিক পরিস্থিতিতে (normalcy) ফিরছে আর তারা এখন সেখানে হিংসা নিয়ে কথা বলছে। আমি আপনাদের গ্যারান্টি (guarantee) দিয়ে বলছি গত এক মাস আগে মণিপুরের পরিস্থিতি যা ছিল তার থেকে এখন অনেক ভালো হয়েছে।" আরও পড়ুন: GST Collection: জুনে রেকর্ড জিএসটি সংগ্রহ, গত বছরের একই মাসের তুলনায় বৃদ্ধি ১২ শতাংশ

দেখুন ভিডিয়ো: