Pak Army Chief Asim Munir (Photo Credit: X)

দিল্লি, ১১ অগাস্ট:  আমেরিকায় (US) গিয়ে ভারতের (India) বিরুদ্ধে হুমকি দিয়েছেন অসীম মুনির (Asim Munir)। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অসীম মুনির ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন। তিনি বলেন, দিল্লি থেকে কোনও ধরনের হুমকি দেওয়া হলে, পাকিস্তান (Pakistan) থেমে থাকবে না। পাকিস্তানের উপর কোনও ধরনের আঘাত হলে, পাকিস্তান পালটা প্রত্যাঘ্য়াত করবে। আর সেই প্রত্যেঘাতে পাকিস্তান অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববে বলেও মন্তব্য করেন পাকিস্তানি সেনা প্রধান।

আরও পড়ুন: Pak Army Chief Asim Munir: 'অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবব...', ভারতের ভয়ে নাভিশ্বাস উঠছে পাকিস্তানের, কাঁপল অসীম মুনিরের গলা

মুনিরের বক্তব্যের প্রেক্ষিতে কী জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে...

 

আমেরিকায় গিয়ে অসীম মুনির যখন ভারতকে হুমকি দেন, সেই সময় দিল্লির তরফে মুখ খোলা হল। বিদেশ মন্ত্রকের তরফে মুনিরের বক্তব্যের কড়া সমালোচনা করা হয়। বলা হয়, পারমাণবিক অস্ত্র পাকিস্তানের মূলধন। এই ধরনের মন্তব্য করে ভারতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। যে ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য পাকিস্তান করেছে, তার প্রতি আন্তর্জাতিক বিশ্বের নজর ঘোরানো উচিত। শুধু তাই নয়, পাকিস্তানের সেনা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির আঁতাত রয়েছে। তাই পাকিস্তানের এই বক্তব্যের উপর গোটা বিশ্বের নজর দেওয়া উচিত বলেও নিজেদের বক্তব্য সুস্পষ্ট করা হয় বিদেশষ মন্ত্রকের তরফে।