দ্বিতীয় এশিয়া প্যাসিফিক অসামরিক বিমান পরিবহন মন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতিতে পরিণত করতে বিমান পরিবহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিমান পরিবহনের মাধ্যমে সরকার মানুষ, সংস্কৃতি ও সমৃদ্ধির মধ্যে সংযোগ স্থাপনের কাজ করছে। নতুন দিল্লিতে অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভাষনে মোদী বলেন, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর চাহিদা এই ক্ষেত্রে অগ্রগতির পিছনে চালিকাশক্তি কাজ করছে। ভারতের বিমান পরিবহণ ক্ষেত্র এক উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে চলেছে, যা নাগরিকদের যাতায়াতের মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটাচ্ছে। ভারতে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রের বিকাশ অভূতপূর্ব। মাত্র এক দশকের মধ্যেই ভারত এক বিরাট রূপান্তরের মধ্য দিয়ে গেছে। এই বছরগুলিতে ভারত বিমান পরিবহণ-ভিত্তিক দেশ হয়ে উঠেছে।
মোদী বলেন, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন তাঁর সরকারের একটি অঙ্গীকার এবং বিমান পরিবহণ ক্ষেত্র এই লক্ষ্যে বিশেষ অবদান রাখছে। ভারতে প্রায় ১৫ শতাংশ পাইলট মহিলা। তিনি বলেন, ভার্টিপোর্টের উদ্ভাবন সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। এটি বিমান পরিবহণের একটি মডেল যা শহরগুলিতে যাতায়াতের মানোন্নয়ন ঘটাচ্ছে। শ্রী মোদী আরও বলেন, সেদিন বেশি দূরে নয়, যখন এয়ার-ট্যাক্সি সফর বাস্তবে রূপ নেবে।
প্রধানমন্ত্রী সমস্ত সদস্য রাষ্ট্রকে ‘দিল্লি ঘোষণা’ গ্রহণের কথা জানান। দিল্লি ঘোষণাপত্র এই অঞ্চলের বিমান পরিবহণ ক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক দূরদর্শী রোডম্যাপ। মোদী বলেন, দিল্লি ঘোষণাপত্র আঞ্চলিক যোগাযোগ, উদ্ভাবন এবং বিমান পরিবহণ ক্ষেত্রে নিরন্তর বিকাশের সঙ্কল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে। ২০১৬-র ৮০ বছর পূর্তি উপলক্ষে ৮০ হাজার গাছ লাগানোর কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী ।
তিনি দ্বিতীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের অসামরিক বিমান চলাচল সম্মেলনে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) ৮০ বছর পূর্তি উপলক্ষে ৮০ হাজার গাছ লাগানোরও ঘোষণা করেন।
PM @narendramodi at the
Prime Minister Modi proclaims the adoption of the #DelhiDeclaration by all the member states. The Delhi Declaration is a visionary roadmap to elevate the region's #AviationSector to new heights.
PM says… pic.twitter.com/lGyjvVYwTm
— All India Radio News (@airnewsalerts) September 12, 2024