টাইম ম্যাগাজিনের "১০০ এআই ২০২৪" (100/AI 2024)-এর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি"-এর মর্যাদাপূর্ণ তালিকায় সম্মানিত হয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি এবং অভিনেতা অনিল কাপুরও। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় ১৫ জন ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি রয়েছেন। এর মধ্যে গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলাও রয়েছেন।
৫৪ বছরের অশ্বিনী বৈষ্ণবের নাম তালিকার "শেপারস" বিভাগের অধীনে রয়েছে। ম্যাগাজিন লিখেছে, তার নেতৃত্বে ভারত আগামী ৫ বছরের মধ্যে সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি হওয়ার আশা করছে।
কৃত্তিম বুদ্ধিমত্তার সিস্টেমের মূল উপাদানের জন্য বেশ কয়েকটি কারখানায় ইতিমধ্যেই নির্মাণ শুরু হয়েছে। টাইম ম্যাগাজিন (TIME Magazine) এও হাইলাইট করে যে ভারতীয় শিক্ষাব্যবস্থা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা( AI) এবং সেমিকন্ডাক্টরের উন্নতির জন্য প্রয়োজনীয় বিশেষ কর্মী বাহিনী তৈরি করতে সক্ষম।
I&B Minister @AshwiniVaishnaw named by TIME Magazine, as one of the most influential people in the field of Technology & Artificial Intelligence.
Mr Vaishnaw's name figures under the “Shapers” category of the list. The Magazine writes, under his leadership, India is hoping to… pic.twitter.com/V5xLEBkLj7
— All India Radio News (@airnewsalerts) September 8, 2024