প্রতীকী ছবি (Photo Credits: IANS)

BJP State President: বাংলার মত পঞ্জাবেও একই ফর্মুলায় রাজ্য সভাপতি বেছে নিল বিজেপি (BJP)। বাংলায় দলের পুরনো নেতাদের কাছে টেনে শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya)কে রাজ্য সভাপতি হিসেবে বেছে নেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই ফর্মুলাতেই পঞ্জাবে (Punjab BJP) কার্যকরী রাজ্য সভাপতি করা হল পুরনো যোদ্ধা অশ্বিনী কুমার শর্মা ( Ashwani Kumar Sharma)-কে। সরিয়ে দেওয়া হল কংগ্রেস থেকে এসে রাজ্য সভাপতি হওয়া সুনীল জাকর-কে। পাঠানকোটের বিধায়ক অশ্বিনী কুমার শর্মা এর আগে ২০১০-১২ পর্যন্ত পঞ্জাব বিজেপির প্রধান ছিলেন। কংগ্রেস থেকে আসা তারকা নেতা সুনীল জাখরকে পঞ্জাবে রাজ্য সভাপতি করে একেবারেই লাভ হয়নি পদ্মশিবিরের।

কংগ্রেস থেকে আসা সুনীল জাখরকে রাজ্য সভাপতি করে পঞ্জাবে ভরাডুবি হয়েছে বিজেপির

২০২৩ থেকে দু বছর প্রাক্তন কংগ্রেস নেতা সুনীল জাখরের নেতৃত্বে লড়ে পঞ্জাবে ভরাডুবি হয়েছে বিজেপির। ২০২৪ লোকসভা ভোটে কোনও আসনেই জিততে পারেনি বিজেপি। রাজ্য়ে আপের উত্থানে বিজেপির ভোটপ্রাপ্তির শতাংশও অনেকটা কমে গিয়েছে। পঞ্চ নদের দেশের দীর্ঘদিনের জোট সঙ্গী শিরোমণি অকালি দলের সঙ্গেও বিজেপির সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে। পঞ্জাবে ক্ষমতাসীন আপ ও প্রধান বিরোধী দল কংগ্রেসের মধ্যে লড়াই বিজেপি এখন চতুর্থ শক্তি। তিন নম্বরে আছে শিরোমণি অকালি দল।

পঞ্জাবে বিজেপি সভাপতি অশ্বিনী কুমার শর্মা

পঞ্জাবে গত লোকসভা ভোটে একটিও আসনে জেতেনি বিজেপি, আর বিধানসভা ভোটে পায় দুটি আসন

অশ্বিনী কুমারের নেতৃত্বে ২০১২ পঞ্জাব বিধানসভা ভোটে বেশ ভাল ফল করেছিল বিজেপি। তবে ২০২২ পঞ্জাব বিধানসভায় বিজেপি মাত্র ২টি আসনে জিতেছিল। তার মধ্যে একটি আসনে বড় ব্যবধানে জিতেছিলেন অশ্বিনী।