Ashish Mishra (Photo Credits: ANI)

লখনউ, ১১ অক্টোবর: উত্তরপ্রদেশের লখিমপুরে খেরিতে হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র-র ছেলে আশিষ মিশ্র (Ashish Mishra) কে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হল। লখিমপুর খেরি ( Lakhimpur Kheri)-তে গাড়ির চাকায় কৃষকদের পিষে মারার অভিযোগে কেন্দ্রীয়মন্ত্রী আশিস মিশ্রকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ যথেষ্ট প্রমাণ থাকার পরেও ঘটনায় আশিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছিল না পুলিশ। তবে বিরোধীদের আন্দোলনের চাপে অবশেষে শনিবার, ৯ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ১২ ঘণ্টা দীর্ঘ জেরার পর তিনি গ্রেফতার হয়েছিলেন। আশিষ মিশ্রের গ্রেফতারি নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি উপেন্দ্র আগরওয়াল জানিয়েছেন, 'আমাদের আশিস মিশ্রকে হেফাজতে নিতে হচ্ছে৷ কারণ উনি আমাদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছিলেন না৷'

চলতি মাসের ৩ তারিখ বিক্ষোভরত কৃষকদের (Farmers) উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী আশিষ মিশ্রের ছেলের বিরুদ্ধে। ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পরই লখিমপুর খেরিতে ব্যাপক উত্তেজনা ও হিংসা ছড়িয়েছিল। আরও পড়ুন: বারবার খারিজ জামিন, শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে কী বললেন আইনজীবী

টিকুনিয়ায় একটি সভায় উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এখানেই অজয় মিশ্রের পৈতৃক বাড়ি। সভার কাছেই কৃষকরা কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন। মন্ত্রীকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা করেছিলেন। কৃষকরা আশিস মিশ্রের গাড়ির সামনেও বিক্ষোভ দেখান, যখন তিনি কেশব প্রসাদ মৌর্যকে স্বাগত জানাতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে প্রতিবাদী কৃষকদের উপর দিয়ে তাঁর গাড়ি চালিয়ে দেন। তাতেই দু'জন কৃষণ প্রাণ হারান। ঘটনার পরই লখিমপুর খেরিতে ব্যাপক উত্তেজনা ও হিংসা ছড়িয়েছে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়েছিল।