Aryan Khan, Satish Maneshinde (Photo Credit: Instagram/Twitter/ANI)

মুম্বই, ১১ অক্টোবর: জামিনের আদবেদন খারিজ হওয়া স্বাভাবিক বিষয়। জামিনের আবেদন খারিজ হওয়ায়, তাঁরা উচ্চ আদালতে ফের আবেদন করেছেন। স্পেশাল এনডিপিএস কোর্টে আরিয়ান খানের জামিনের আবেদন করা হয়েছে। যার শুনানি সোমবার হতে পারে। এমনই জানালেন আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডে (Satish Maneshinde)।

দেখুন কী বললেন আরিয়ান খানের আইনজীবী...

 

মাদক মামলায় শুক্রবার আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন খারিজ করা হয়। শুক্রবার জামিনের আবেদন খারিজ হতেই আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচাদের সঙ্গে আরিয়ান খানকে মুম্বইয়ের আর্থার জেলে নিয়ে যাওয়া হয়। শনিবারও ফের জামিনের আবেদন করেন সতীশ মানশিন্ডে। তবে তাও খারিজ হয়। ফলে আপাতত আর্থার রোড জেলেই রয়েছেন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র।

আরও পড়ুন: Nusrat Jahan: সম্পর্কের বাঁধন প্রকাশ্যে আনলেন নুসরত? যশের জন্মদিনে 'হাসব্যান্ড, ড্যাডি' বলে ভালবাসা

শনিবার আরিয়ানের জন্য বাড়ি থেকে খাবার পাঠানো হয়। সেই সঙ্গে পাঠানো হয় প্রয়োজনীয় জিনিস। তবে আরিয়ানের জন্য বাইরে থেকে যে খাবার নিয়ে যাওয়া হয়, তা ভিতরে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি জেল কর্তৃপক্ষের তরফে।