
দিল্লি, ২৭ মে: পাকিস্তানকে 'জোকার' বলে কটাক্ষ করলেন আসাদউদ্দিন ওবেইসি (Asaduddin Owaisi )। কুয়েত সফরে প্রবাসী ভারতীয়দের (Indian) সামনে হাজির হন মিম প্রধান। আর সেখানে হাজির হয়েই পাকিস্তানকে কার্যত তুলোধনা করেন মিম প্রধান। ওবেইসি বলেন, অপারেশন সিঁদূরের (Operation Sindoor) পর পাকিস্তানি (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ (Shehbaz Sharif), পাক সেনা প্রধান অসীম মুনির একটি ছবি প্রকাশ করেন। যে ছবি দেখিয়ে তাঁরা ভারতের বিরুদ্ধে অপারেশন সিঁদূরে জয়ের দাবি করেন।
পাকিস্তানের ওই ছবিকেই কড়া কটাক্ষ করেন আসাদউদ্দিন ওবেইসি। তিনি বলেন, 'নকল করনে কে লিয়ে আকাল চাহিয়ে।' অর্থাৎ 'কাউকে দেখে নকল করতে গেলে মাথায় বুদ্ধি চাই।' পাকিস্তানের মত 'জোকারের' মাথায় সেই বুদ্ধিটুকুও নেই বলে কড়া মন্তব্য করেন আসাদউদ্দিন ওবেইসি। তাই বর্তমানে পাকিস্তান যা বলছে বা করছে, তা একেবারেই বিশ্বাসযোগ্য নয় বলে কুয়েতে বসে শেহবাজ় শরিফের দেশকে কড়া ভাষায় আক্রমণ করেন ওবেইসি।
শুনুন কী বললেন মিম প্রধান ওবেইসি...
#WATCH | During an interaction with the Indian diaspora in Kuwait, AIMIM MP Asaduddin Owaisi says, " Yesterday, the Pakistani Army chief gifted a photo to the Pakistani PM Shehbaz Sharif...these stupid jokers want to compete with India, they had given a photograph of a 2019… pic.twitter.com/xJoaBo6zhO
— ANI (@ANI) May 26, 2025
অপারেশন সিঁদূর নিয়ে যখন গোটা বিশ্ব জুড়ে জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ, অসীম মুনিররা একটি ছবি সামনে আনেন। যা অপারেশন বুনিয়ন মাসরুর বলে দাবি করেন শেহবাজ় শরিফরা। অপারেশন সিঁদূরের পর অপারেশন বুনিয়ন মাসরুর শুরু করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান। যে ছবি নিয়ে হাসির রোল ওঠে। যা নিয়ে এবার পাকিস্তানকে 'জোকার' বলে কটাক্ষ করেন আসাদউদ্দিন ওবেইসি।
পাশাপাশি ২০১৯ সালে চিনা সেনার একটি ছবি নিয়ে পাকিস্তান কীভাবে নিজের বলে দাবি করতে পারে, তা নিয়েও হাসতে দেখা যায় ওবেইসিকে।