ইম্ফল, ৩০ জুন: হিংসা, অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুতেই থামানো যাচ্ছে না মণিপুরে। উত্তর পূর্ব ভারতে নতুন করে হিংসার খবর আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেও তার সমর্থকদের আবেদনের পর পিছিয়ে আসেন। ৩ মে থেকে বড় অশান্তি শুরু হয়েছে মণিপুরে। তারপর থেকে বেড়েই চলেছে নেট নিষেধাজ্ঞার মেয়াদ। আরও একবার মণিপুরে ইন্টারেনেট পরিষেবা নিষেধাজ্ঞা বাড়ল।
গত দেড় মাসে এই নিয়ে বারো বার বাড়ানো হল রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধের মেয়াদ। রাজ্যের হিংসা, অগ্নিগর্ভ অবস্থা নিয়ে ভুয়ো খবর, আতঙ্ক ছড়ানো ভিডিয়ো-ছবি, মেসেজ আটকাতে আগামী ৫ জুলাই, বুধবার পর্যন্ত নেট পরিষেবা বন্ধ রাখল প্রশাসন। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় মণিপুরের পরিস্থিতি নিয়ে গোটা দেশের কাছে খবর পৌঁছতে অসুবিধা হচ্ছে।
দেখুন টুইট
As sporadic incidents of violence continued in #Manipur, the state government on Friday extended the suspension of internet services for the 12th time till July 5, to curb the spread of rumours and videos, photos, and messages.#ManipurViolence #ManipurCrisis pic.twitter.com/vSeEGCcW3V
— IANS (@ians_india) June 30, 2023
পদত্যাগ করবেন বলে মনস্থির করেই নিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের পরিস্থিতি নতুন করে খারাপ হতে শুরুর করার পর বীরেন সিং ইস্তফা দেওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। এমনকী ইম্ফলে তাঁর বাসভবন থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশ্যে যাত্রাও করেছিলেন। কিন্তু কখনও তার সমর্থকরা পদত্যাগ পত্র ছিঁড়ে দেন, তো কখনও আবার মহিলা সমর্থকরা তার গাড়ি ধরে ইস্তফা দেওয়া থেকে আটকানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া পোস্টে বীরেন সিং জানান, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না।"কিন্তু আচমকা কেন এমন মত বদল বীরেনের?
ইস্তফা দিতে বেরিয়েও শুধুমাত্র সমর্থকদের অনুরোধে তিনি পিছিয়ে এলেন তা মানতে রাজি নন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, বীরেন সরছেন সেটা নিশ্চিত। তবে রাহুল গান্ধী মণিপুরে থাকা পর্যন্ত বীরেনের পদত্যাগের ইস্যুটা তার ওপরেই ছাড়ছে দল। এমনটাই মত অনেকের। মুখে বীরেন বলছেন, মণিপুর এখনও হাতের বাইরে যাইনি। তিনি সব ঠিক করে দেবেন এবার। তবে দলের অনেকেই আর তার ওপর ভরসা রাখতে পারছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর নিয়ে মুখ না খোলায় বিরোধীরা ইস্যু পাচ্ছে। আবার মোদী মুখ খুললেও অন্য সমস্যা। তাই বীরেনের সরে যাওয়ার পক্ষেই দলের বড় অংশ।