করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৮ মার্চ: যত সময় গড়াচ্ছে ততই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে। যার মধ্যে ২০ জন আবার বিদেশি। এই মুহূর্তে শুধু পুণের সরকারি ল্যাব করোনাভাইরাসের পরীক্ষা করে সামাল দিতে পারছে না। তাই স্বাস্থ্য মন্ত্রকের অধিকর্তারা রুদ্ধদার বৈঠকের পর খাদ্য ও ওষুধ পরীক্ষার লাইসেন্স প্রাপ্ত বেসরকারি সংস্থা রোশে ডায়গনস্টিক্সকে জরুরি ভিত্তি করোনা টেস্টের ছাড়পত্র দেওয়া হল। এএনআই টুইটানুসারে ওই সংস্থাটি কোভিড-১৯ (COVID-19) টেস্টের ছাড়পত্র পেয়েছে। একই সঙ্গে বায়ো মেরুক্স ডায়াগনস্টিক্সও ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়ার ছাড়পত্র পয়েছে। তবে এখনই করোনা টেস্টের ছাড়পত্র মিলছে না। তারজন্য কেয়কটা দিন অপেক্ষা করতে হবে।

জানা গিয়েছে, সাত দিন যাওয়ার পর এই সংস্থাটিও করোনা টেস্টের ছাড়পত্র পাবে। একই সঙ্গে ট্রিভিট্রন হেলথ কেয়ার ও মাইল্যাব ডিসকভারি সলিউশনস নামের দুই বারতীয় সংস্থাও করোনা টেস্টের ছাড়পত্রের লাইনে রয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ও সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সবুজ সংকেত দিলেই তারা করোনা টেস্টের কিট তৈরি শুরু করে দেবে। এই দুই সংস্থার তৈরি কিট শুধুমাত্র ডায়াগনস্টিক্স সেন্টারের মাধ্যমেই সরবরাহ হবে। যেমন ডক্টর লালের প্যাথ ল্যাব, মেট্রোপলিস হেলথ কেয়ার। এই সংস্থাগুলি আবার মারণ ভাইরাসের কংগ্রমণ রুখতে সেই কিট দিয়ে কমিউনিটি টেস্ট শুরু করবে। যে ভাইরাস এখনও পর্যন্ত ১৫০ জনকে সংক্রামিত করে তিন জনের প্রাণ কেড়েছে। আরও পড়ুন- Coronavirus Outbreak In India: করোনা তাড়াতে সচেতনতার বার্তা, মাস্ক পরে নাচ কেরালা পুলিশের(ভিডিও ভাইরাল)

করোনাভাইরাসের ত্রাসে কাঁপছে গোটা ভারত। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে হাত ধোয়ার বিষয়টি যে কতটা জারুরি তা জানেন প্রত্যেকেই। তারপরেও কিন্তু অনেকেই এই নিয়ম মানছেন না। তাই এক অভিনব উপায়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল কেরালা পুলিশ (Kerala Police)। রীতিমতো নেচে হাত দোয়ার প্রয়োজনীয়তা বোঝালেন ছয় পুলিশকর্মী। একটি জনপ্রিয় মালায়লম গানের সঙ্গে চলল এক মিনিট চার সেকেন্ডের নাচ। ইতিমধ্যেই এই সচেতনতা মূলক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।