নয়া দিল্লি, ১৫ সেপ্টেম্বরঃ জেলমুক্তির পর দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রবিবার প্রথম ভাষণে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) জানালেন, দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চলেছেন তিনি। জেলবন্দি থেকেও যিনি মুখ্যমন্ত্রীত্ব চালিয়ে গিয়েছেন, জেলমুক্তির পর কেন তিনি সেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন! স্বাভাবিক ভাবেই দলীয় কর্মীদের মধ্যে কৌতূহল জন্মায়। তবে কৌতূহলের অবসান ঘটিয়ে কেজরিওয়াল জানান, যদি দিল্লির জনগণ তাঁকে নির্দোষ মনে করে তাহলে আসন্ন বিধানসভা ভোটে জনগণই তাঁকে ভোট দিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন।
গত মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় ইডি এবং পরে সিবিআই দ্বারা গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দীর্ঘ ছয় মাস হাজতবাসের পর শুক্রবার ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিন পেয়ে কারামুক্তি ঘটে আপ সুপ্রিমোর। তিহাড় থেকে বেরিয়ে আজ রবিবার প্রথমবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে তাঁর উল্লেখ, আগামী দুদিনের মধ্যে বিধানসভায় বৈঠক সেরে নতুন মুখ্যমন্ত্রীর নাম জানানো হবে।
পদত্যাগের সিদ্ধান্ত কেজরিওয়ালের...
#WATCH | Delhi: CM Arvind Kejriwal says, "... I am going to resign from the CM position after two days. I will not sit on the CM chair until the people give their verdict... I will go to every house and street and not sit on the CM chair till I get a verdict from the people..." pic.twitter.com/6f7eI7NVcN
— ANI (@ANI) September 15, 2024
আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তবে পুনরায় রাজধানীর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন। ততদিন পর্যন্ত দলের যোগ্য কাউকে সেই দায়িত্ব সামলাতে দেবেন তিনি। কেজরিওয়াল বললেন, 'আমি রাজ্যবাসীর দরজায় দরজায় ঘুরে ভোট চাইব। আপনারা যদি আমায় সৎ মনে করেন তবে আমায় ভোট দেবেন। যদি দোষী মনে করেন তাহলে ভোট দেবেন না। আপনাদের এক একটা ভোট আমার নির্দোষ হওয়ার শংসাপত্র হবে'।