নতুন দিল্লি, ৩ ফেব্রুয়ারি: বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার ৪৮ ঘণ্টা আগে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের চাঞ্চল্যকর দাবি।এক ভিডিয়ো বার্তায় কেজরিওয়াল দিল্লিবাসীর উদ্দেশ্যে বললেন," আমি সূত্র মারফত জানতে পেরেছি ইভিএমে কারচুপি করে বিজেপি ১০ শতাংশ ভোটে অসঙ্গতি করবে। তাই ভোটারদের কাছে আমার আবেদন, সবাই মিলে ঝাড়ু চিহ্নে আপ-কে ভোট দিন, যাতে আমাদের ১৫ শতাংশের লিড থাকে। এর ফলে ওদের ১০ শতাংশের ভোটে কারচুপি পরেও, আমরা অন্তত ৫ শতাংশে জিততে পারি। আমাদের সর্বত্র ১০ শতাংশের বেশী ব্যবধানে লিড এনে দিন। ভোটিং মেশিনের বিরুদ্ধে লড়ার একটাই অস্ত্র হল বেশী সংখ্যক মানুষ ভোট দিন।"
"মহারাষ্ট্র, হরিয়ানার ভোট থেকে শিক্ষা"
এরপর কেজরিওয়াল বলেন, "মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছি। আমরা ঠিক করেছি ভোটের দিন, মানে ৫ ফেব্রুয়ারি রাতে আমরা সেই ওয়েবসাইটে দিল্লির প্রতিটি পোলিং বুথের ৬টি বিস্তারিত জিনিস আপলোড করব। তাই ভোট গণনার দিন ওরা কোনওরকম অসঙ্গতি করলে, যাতে আপনারা সেই তথ্য মিলিয়ে নিতে পারেন।"কেজরিওয়ালের এই দাবিকে উড়িয়ে দিয়েছি বিজেপি। পদ্ম শিবিরের নেতাদের দাবি, হার নিশ্চিত বুঝেই এমন ভিত্তিহীন দাবি করছেন কেজরিওয়াল। ইভিএমে কারচুপি নিয়ে এতদিন সরব ছিল কংগ্রেস, এনসিপি (শরদ পাওয়ার)। ভোটের ঠিক মুখে কেজরিওয়ালও EVM নিয়ে সরব হলেন।
EVM নিয়ে চাঞ্চল্যকর অভিযোগে কেজরিওয়ালের
#WATCH | #DelhiElection2025 | In a video statement, AAP national convener Arvind Kejriwal says, "...I would like to tell the people of Delhi, that I have come to know through sources that they (BJP) can cause discrepancies in 10% of votes through machines. Vote in such large… pic.twitter.com/bheaAm0pBq
— ANI (@ANI) February 3, 2025
বিরোধীদের কাঠগড়ায় EVM
প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগণনার শুরুতে কংগ্রেস অধিকাংশ আসনে এগিয়ে থাকলেও, নাটকীয়ভাবে বেলা গড়াতেই বিজেপি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে। হরিয়ানা ভোটগণনায় কারচুপি ও ইভিএমে অসঙ্গতি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। আবার মহারাষ্ট্রে লোকসভা ভোটে মহাবিপর্যয়ের মাস কয়েক পরে হওয়া বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক আসনে জিতে ক্ষমতায় আসে বিজেপি। মহারাষ্ট্রের অপ্রত্যাশিত ফলের পর বিরোধীদের কাঠগড়ায় ওঠে ইভিএম। নরেন্দ্র মোদীকে চ্য়ালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেতারা দেশের সব ভোটে ব্যালট পেপারে করার চ্য়ালেঞ্জ জানিয়েছে। তবে নির্বাচন কমিশন ভোট EVM-এ করাতেই অনড়। কমিশনের দাবি EVM কোনওমতেই হ্যাক করা সম্ভব নয়।