নয়া দিল্লি, ১ ডিসেম্বরঃ বিরোধীদের 'ইন্ডিয়া' (I.N.D.I.A) জোটের সঙ্গে নয়, বরং আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Polls) একা লড়বে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। রবিবার সাংবাদিক বৈঠক থেকে সরাসরি তা ঘোষণা করে দিলেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করে লড়বে না সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। অর্থাৎ দিল্লির সবকটি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেবে আপ। চব্বিশের লোকসভা নির্বাচনে দিল্লিতে (Delhi) কংগ্রেসের (Congress) সঙ্গে আসন ভাগাভাগি করে লড়েছিলেন কেজরিওয়াল। কিন্তু রাজধানীতে একেবারে নাকানিচোবানি অবস্থা হয়েছিল শাসকদলের। দিল্লির সবকটি লোকসভা আসনে জিতেছিল বিজেপি। তাই দিল্লির আসন্ন বিধানসভা ভোটের আগে 'ইন্ডিয়া'কে না করে দিলেন অরবিন্দ।
'ইন্ডিয়া'কে না করে দিলেন অরবিন্দ...
No alliance with Congress for upcoming Delhi assembly polls: Arvind Kejriwal
Despite prior seat-sharing during the #LokSabha polls, which did not lead to victories, both parties have now clearly stated their decision to contest separately
Details here 🔗https://t.co/jptA1X8Byp pic.twitter.com/HyIEEV84zz
— The Times Of India (@timesofindia) December 1, 2024
বিধানসভা ভোটের মুখে বিরোধী জোট ইন্ডিয়া থেকে কেজরিওয়াল মুখ ফিরিয়ে নিতেই কিছুটা চাপে পড়েছে কংগ্রেস। রবিবারের সাংবাদিক বৈঠকে অরবিন্দ স্পষ্ট জানিয়ে দেন, 'দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোন জোটে থাকবে না। একা লড়বে'। আপের সর্বময় নেতার এই ঘোষণার পরেই রাজধানীর রাজনীতির পারদ চড়তে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী দিনে ইন্ডিয়া জোটের পরিণতি কি হতে চলেছে তা সময় বলবে।