অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ১৯ জানুয়ারি: এ যেন কল্পতরু! আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal) দিয়েছেন ঢালাও প্রতিশ্রুতি। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election 2020)। ১০ টি বিষয়কে মাথায় রেখে একটি 'গ্যারেন্টি কার্ড' (Guarantee Card) বানিয়েছেন। যাতে দিল্লির মানুষের জন্য রয়েছে অঢেল পরিষেবা। এই পরিষেবা প্রদান করা হলে বেশ উপকৃত হবেন দিল্লিবাসীরা। এই গ্যারেন্টি কার্ডে ২৪ ঘণ্টা খাওয়ার জল এবং বিদ্যুৎ পরিষেবা। শুধু তাই নয় ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হবে বিনামূল্যে বাস পরিষেবাও। এছাড়াও বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারার মত ক্ষমতায় নিয়ে আসবেন দিল্লিকে। যমুনা যদি থেকে বস্তি সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও জানিয়েছেন,"এটি আমাদের ইস্তেহার নয়। এটি আমাদের কাজের পরবর্তী দুটি পদক্ষেপ। এগুলি দিল্লির মূল সমস্যার কারণ। ইস্তেহার আলাদাভাবে তৈরি হবে। যার মধ্যে সমস্তকিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে।" ভালো নিকাশি ব্যবস্থা, সিসিটিভি, প্রত্যেক পাড়ায় ক্লিনিক, বস্তিবাসীদের জন্য পাকা ঘর দেবেন। এর জন্য একটি স্লোগান বাধা হয়েছে,"যেখানেই ঝুপড়ি সেখানেই পাকা ঘর।" আরও পড়ুন, শাহিনবাগের আন্দোলনকারীদের কম্বল ছিনিয়ে নেওয়া হয়নি, এসব রটানো হচ্ছে, দাবি লখনউ পুলিশের

দলের মতে, গত ২০১৫ নির্বাচনে বিদ্যুৎ বিল কমানো এবং জলের পরিষেবা দেওয়ার জন্য বিপুল ভোটে জয়লাভ করেন অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও সরকারি স্কুলগুলিতে অনেক কম খরচে দারুন পরিকাঠামো দেওয়ায় খুশি দিল্লিবাসী। ক্ষমতায় আসার পরই তাঁর প্রতিশ্রুতিগুলি পূরণ করেন তিনি। অরবিন্দ কেজরিওয়াল জানান, তিনি ফের মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসলে এই প্রতিশ্রুতিগুলিও পূরণ করে দেবেন। এবার অপেক্ষা শুধু সময়ের।