নয়াদিল্লিঃ আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন(Delhi Assembly Election 2025)। আর এবার সেই উপলক্ষে নির্বাচনী হলফনামা পেশ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরিবন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। নিজস্ব বাড়ি বা গাড়ি বলতে কিছুই নেই আপ নেতার এমনটাই বলছে পেশ করা তথ্য। জানা গিয়েছে, নির্বাচনী হলফনামা অনুযায়ী কেজরিওয়ালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩.৬ লক্ষ টাকা। যার মধ্যে ব্যাঙ্কে রয়েছে ১.৯৬ লক্ষ। বাকি ৫০ হাজার টাকা নগদ। আর স্থাবর সম্পত্তির মধ্যে গাজিয়াবাদে একটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য ১.৭ কোটি টাকা। এ ছাড়া ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড জাতীয় কোনও কিছু নেই তাঁর। বিধায়কের বেতনেই সংসার চলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমনটাই দাবী করা হয়েছে।
কেজরিওয়ালের ব্যাঙ্কে কত টাকা আছে জানেন?
অন্যদিকে তাঁর স্ত্রী সুনীতা কেজরীবালের সম্পত্তির পরিমাণ দ্বিগুন। প্রাক্তন সরকারি কর্মী সুনীতার মোট সম্পত্তি ২.৫ কোটি টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা। গয়নার মধ্যে ৩২০ গ্রাম সোনা, যার দাম আনুমানিক ২৫ লক্ষ টাকা। এ ছাড়া রয়েছে ১ কেজি রুপো, যার আনুমানিক বাজার দর ৯২ হাজার টাকা। স্থাবর সম্পত্তি বলতে গুরুগ্রামে সুনীতার নামে একটি বাড়ি রয়েছে। যার দাম ১.৫ কোটি টাকা। প্রাক্তন সরকারি কর্মী হওয়ায় পেনশন পান কেজরি পত্নী। বর্তমানে তাঁর বার্ষিক আয় ১৪.১০ লক্ষ টাকা। স্বামী-স্ত্রী মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ৪.২৩ কোটি টাকা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পুরোপুরি আম আদমি পার্টির সৈনিক হিসেবে মাঠে নেমে পড়েছেন কেজরিওয়াল। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি আসন থেকে লড়ছেন তিনি। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন পরভেশ ভার্মা। অন্যদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে সন্দীপ দিক্ষিতকে।
কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ কত জানেন?
Arvind Kejriwal Declares Rs 1.7 Crore In Assets, No Car In Poll Affidavit https://t.co/MUp1CbLNz4 pic.twitter.com/NyUlXKbBSj
— NDTV (@ndtv) January 16, 2025