ইটানগর, ১ এপ্রিল: মারণ ভাইরাস করোনা সংক্রমমণকে রুখতে কেন্দ্রের নির্দেশে দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে স্কুলের সমস্ত বার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় বোর্ড চলতি বছরের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বন্ধ রেখেছে। খুব শিগগির নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। সিবিএসসি বোর্ডও পরীক্ষা চলাকালীন অবস্থাতেই তা স্থগিত করে দিয়েছে পরবর্তী পরীক্ষা কবে হবে সেই দিন এখনও নির্দিষ্ট হয়নি। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সহায়তা করতে এগিয়ে এলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু (Arunachal Pradesh CM)। তিনি এই মর্মে একটি তালিকা প্রকাশ করেছেন। যে তালিকায় বলা হয়েছে অরুণাচল প্রদেশের যেসব পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে পারেননি তাঁদের সাহায্য করবেন সেই জেলার শিক্ষকরা।
মুখ্যমন্ত্রী এভাবে প্রতিটি জেলায় এই বিষয়টিকে দেখার জন্য পড়ুয়াদের চাহিদা মতো খবর সরবরাহের জন্য শিক্ষকদের দায়িত্ব করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, “প্রিয় পড়ুয়ারা দেশজুড়ে লকডাউনের সিবিএসই বোর্ডের ২০২০-র দ্বাদশশ্রেণির পরীক্ষা সম্পূর্ণ হয়নি। হিন্দি, ভূগোল ও বিজনেস স্টাডিজের পরীক্ষা বাতিল হয়েছে। যদি এনিয়ে তোমাদের কোনওরকম দুশ্চিন্তা বা অন্কোন সমস্যায় পড়ে থাকো তাহলে জেলার দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে নাও। তিনিই সমাধান বলে দেবেন।” পড়ুয়াদের সুবিধার্থে সেই তালিকায় জেলা ভিত্তিক শিক্ষকের নাম, বিষয় ও ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন-Develop Coronavirus Testing Kit: কম খরচে কয়েক ঘণ্টায় করোনা আক্রান্তকে চেনা যাবে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা গবেষকদের আবিষ্কার
1/ Dear students all of you who were unable to appear for Class XII CBSE final exams for Hindi, Geography and Business Studies due to lockdown, please get in touch with the teachers assigned district wise to answer your queries on any academic doubts. #COVID19 #IndiaFightsCorona pic.twitter.com/tg2ELEEkWK
— Pema Khandu (@PemaKhanduBJP) April 1, 2020
সিবিএসই হল প্রথম বোর্ড যে সংক্রমণ এড়াতে তৎক্ষণাৎ কেন্দ্রীয় নির্দেশ পালন করেছে। সমস্ত ভুল বোঝাবুঝি এড়াতে বোর্ডের তরফে আগেই নোটিস দিয়ে জানানো হয়েছে দেশের পরিস্থিতি বুঝেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার জন্য নতুন দিন নির্ধারিত হলেও ফের তা জানিয়ে দেওয়া হবে। পরিস্থিতি বিবেচনা করে উত্তরপত্রের মূল্যায়নও বন্ধ রাখা হয়েছে। এসব কারণেই চলতি বছরের বোর্ড পরীক্ষার ফল ঘোষণা করতে অনেকটাই দেরি হয়ে যাবে।