150 Indians deported from the US landed Delhi:  অনুপ্রবেশের চেষ্টা, ১৫০ জন ভারতীয়কে দিল্লি ফেরত পাঠালো আমেরিকা
দিল্লি বিমানবন্দর(Photo Credit: ANI)

নতুন দিল্লি, ২০ নভেম্বর: বেআইনিভাবে মার্কিন মুলুকে (US) বসবাস ও ভিসা আইন লঙ্ঘনের( violating their visa norms) অপরাধে ১৫০ জন ভারতীয়। তাঁদের ফেরত পাঠাল সেদেশের প্রশাসন। বুধবার ভোরে তাঁদের নিয়ে একটি বিশেষ বিমান নামে দিল্লিতে। বিমানবন্দরের এক অফিসার জানিয়েছেন, এদিন ভোর ছ’টায় বিশেষ বিমানটি নামে দিল্লি বিমানবন্দরের (Delhi airport) টি থ্রি টার্মিনালে। ভারতে আসার আগে বিমানটি গিয়েছিল বাংলাদেশে।

বিশেষ বিমান থেকে দিল যাত্রীরা নামার পরে তাঁদের কাগজপত্র পরীক্ষা করা শুরু হয়। বিমানবন্দর থেকে তাঁরা বেরোতে শুরু করেন বেলা ১১ টা নাগাদ। আরও পড়ুন-Uddhav Thackeray will be the next Chief Minister: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে, মুখ খুললেন শিবসেনা নেতা আবদুল সাত্তার

তবে জানা গিয়েছে, ভারতীয়দের আমেরিকায় ঢোকার এই প্রচেষ্টা নতুন নয়। এর আগে, গত ১৮ অক্টোবর মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ ৩০০ জন ভারতীয়কে ফেরত পাঠায়। মেক্সিকো সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার জন্য তাঁরা সেদেশে গিয়েছিলেন।