Indian Army General Ashwani Kumar:সুপ্রিম কোর্ট যাই বলুক না কেন এখানে সমকামিতা ও পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ, ভারতীয় সেনা
জেনারেল বিপিন রাওয়াত (Photo Credit: IANS)

নতুন দিল্লি, ১ নভেম্বর: সুপ্রিম কোর্ট (Supreme Court) যাই বলুক না কেন, ভারতীয় সেনাবাহিনীতে সমকামিতা ও পরকীয়া (homosexuality and adultery) শাস্তিযোগ্য অপরাধ। যদিও সুপ্রিম কোর্টের রায় বলছে এদেশে সমকামিতা ও পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়। তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায় মানতে নারাজ সেনা। সেনাবাহিনীর আইনের মধ্যে এই বিষয়ে একটা ধারা রয়েছে। এক বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে প্রতিরক্ষামন্ত্রকের দ্বারস্থ হয়েছে সেনা। দাবি করা হয়েছে, দেশের শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। বুধবার ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) মুখ্য সামরিক প্রশাসক জেনারেল অশ্বিনী কুমার (General Ashwani Kumar) জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে এই নির্দেশিকা আইনত ঠিক হলেও নীতিগতভাবে ভুল।

উল্লেখ্য, গত বছরে ৫-৬ জন অফিসারকে এই আইনে শাস্তি দেওয়া হয়েছে। কারণ সেনাবাহিনীতে সমকামিতা ও পরকীয়া সামাজিক অবক্ষয়ের প্রতীক হিসেবে মানা হয়। এই বছরের শুরুতেই সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত (Army chief General Bipin Rawat) জানিয়েছিলেন, সমকামিতা ও পরকীয়া সেনাতে কোনওমতেই মানা হবে না। তিনি বলেছিলেন, “সেনার মধ্যে এই ধরনের কাজ আমরা মানতেই পারি না। তাই এই ধরনের ঘটনা সামনে এলে সেনা আইনে তার বিচার হবে। সেনা আইন তৈরি হওয়ার সময় এই ধরনের কোনও ঘটনা ঘটত না। তাই আইন করা হয়নি। পরবর্তীকালে আইনে এই ধারা আনা হয়।” আরও পড়ুন-Jammu & Kashmir: কেন্দ্র শাসিত অঞ্চল হতে না হতেই কাশ্মীরের কুলগামে বিজেপি নেতার গাড়ি জ্বালালো জঙ্গিরা

এই প্রসঙ্গে বুধবার অশ্বিনীকুমরা বলেন, “দেশের শীর্ষ আদালত কোনও নির্দেশ দিলে তা সবাই মানতে বাধ্য। কিন্তু সব ক্ষেত্রে যে এই নির্দেশ ঠিক তা নাও হতে পারে। আমরা সেনাবাহিনীর মধ্যে এই নির্দেশিকা পর্যালোচনা করে দেখেছি। কারণ সেনায় এই ধরনের কোনও ঘটনা ঘটলে তাতে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। আগে সেনা আইনের ৪৫ নম্বর ধারায় এই ধরনের ঘটনার বিচার করা হত। কিন্তু এ বার থেকে ৪৬ নম্বর ধারা অনুযায়ী এই ঘটনার বিচার হবে। জওয়ানদের মধ্যে শৃঙ্খলাভঙ্গ ও দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” তাছাড়া সেনাবাহিনীতে শৃঙ্খলা বজায় রাখতে গেলে দেশের শীর্ষ আদালতের এই রায় মানা সম্ভব নয়। বরং সুপ্রিম কোর্টকে এই রায় নিয়ে পুনরায় ভাবনাচিন্তা করা উচিত বলে মনে করে সেনা।