নয়াদিল্লি: বর্ষাকালীন অধিবেশনে ইংরেজ জমানায় তৈরি হওয়া ভারতীয় দণ্ডবিধি ও ফৌজদারি আইনের বদলে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) চালু করার জন্য সংসদে বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বিলটি পাঠানো হয় সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে। সূত্রের খবর, সংসদীয় কমিটির (parliamentary committee) পক্ষ থেকে ব্যভিচারকে (adultery) অপরাধ হিসেবে গণ্য করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সমকামিতা (Gay Sex) ও বিকৃতকাম বা পায়ুচারকে (bestiality) শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার কথাও বলা হয়েছে।
আর এই ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধীদের সামাজিক কাজে পরিষেবা (community service) দিতে বাধ্য করা ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ারও বিধান দেওয়া হয়েছে। সংসদীয় কমিটির এই সংক্রান্ত রিপোর্টটি সম্পূর্ণ হয়ে গেলে সেটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে (Union home ministry) জমা পড়বে। যার লক্ষ্য ভারতের অপরাধমূলক বিচার ব্যবস্থাকে সংশোধন করা। এই আইনের মধ্যে পুরুষ ও মহিলাদের মতো উভয় লিঙ্গের মানুষদেরও পায়ুচারে অভিযুক্ত হলে শাস্তি দেওয়ার সুপারিশ জানানো হয়েছে বলেও খবর।
জানা গেছে, সেই কমিটির তরফে এবার সুপারিশ করা হবে যাতে আর্থিক জালিয়াতির সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করার সময় হাতকড়া না পরানো হয়। উল্লেখ্য, এই স্ট্যান্ডিং কমিটির প্রধান হলেন বিজেপি সাংসদ ব্রিজলাল। জানা যাচ্ছে, অভিযুক্তকে আটক করা নিয়ে পুলিশকে যে অধিকার দেওয়ার কথা বলা হয়েছে সংহিতায়, তা সংশোধন করে স্পষ্ট ফ্রেমওয়ার্ক তৈরির সুপারিশ করা হতে পারে। আরও পড়ুন: Kurnool Shocker: অন্ধ্রপ্রদেশে উৎসব চলাকালীন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২, জখম ৪০