Photo Credits: Twitter/@INC

লখনউ, ৩ জানুয়ারি: অবশেষে জামিন পেলেন সাদাফ জাফার। উত্তরপ্রদেশের হজরতগঞ্জ জেলা আদালতে শুনানি ছিল শুক্রবার। গ্রেফতারের ১৪ দিনের মাথায় সাদাফ এবং আইপিএস অফিসার এসআর দারাপুরি(IPS officer SR Darapuri)কে জামিন দেওয়া হয়। গত ১৯ ডিসেম্বর লখনউয়ের পরিবর্তন চকে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন অভিনেতা-অ্যাক্টিভিস্ট সদফ জাফার(Activist Sadaf Jafar)। সিএএ(CAA Protest) নিয়ে প্রতিবাদের সময় তিনি ফেসবুক লাইভে ছিলেন।

জাফার এবং দারাপুরির বিরুদ্ধে একাধিক 'মিথ্যে' অভিযোগ আনা হয়। সাদাফ আটক হওয়ার পর তাঁর বোন ফেসবুক পোস্টে লেখেন তাঁর দিদির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং খুনের মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। সাদাফ জাফার এবং এসআর দারাপুরির জামিনের আবেদন একাধিকবার খারিজ করে দেওয়া হয় আদালতে।আরও পড়ুন:Mamata Banerjee Hits Out At Narendra Modi: আপনি কি পাকিস্তানের আম্বাসাডার? শিলিগুড়ির সভায় নরেন্দ্র মোদিকে প্রশ্ন মমতা ব্যানার্জির

 ১৯ ডিসেম্বর লখনউতে প্রতিবাদের সময়ে সাদফকে গ্রেফতার করা হয়। তখন তাঁকে পুরুষ পুলিশকর্মীরা মারধর করেন বলেও অভিযোগ করেন সাদাফের পরিবার। সাদাফকে লাঠি দিয়ে মারধরের পাশাপাশি তাঁর পেটে লাথি মারা হয়। যার জেরে আভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় সাদাফের। এমনটাই অভিযোগ এনেছে সাদাফের পরিবার। অন্যদিকে উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময়ে পুলিশের বিরুদ্ধে 'মানবাধিকার লঙ্ঘন'-র অভিযোগ নিয়ে নোটিস পাঠিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনও।