প্রতীকী ছবি (Photo Courtesy: Pexels)

নয়াদিল্লিঃ ভিক্ষা(Begging) দিলেই এবার জায়গা হবে জেলে(Jail)। হ্যাঁ, এবার এমনই নিয়ম জারি হল ইন্দোরে(Indore)। পথে ঘাটে ভিক্ষুকের হাতে টাকা গুজে দিলেই কঠোর শাস্তি। জানুয়ারির ১ তারিখ থেকে লাগু হবে এই নিয়ম। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোরকে ভিখারি-শূন্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রসঙ্গে ইন্দোরের জেলাশাসক আশিষ সিং বলেন, "ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে একটি ক্যাম্পেইন শুরু হয়েছিল। এই ক্যাম্পেইন চলতি মাস পর্যন্ত চলবে। জানুয়ারির ১ তারিখের পর ভিক্ষুকের হাতে ভিক্ষা দিতে দেখা গেলে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে।" জানা গিয়েছে, দেশজুড়ে ভিক্ষাবৃত্তি রুখতে কেন্দ্রীয় সরকারের একটি অগ্রণী প্রকল্প এটি। শুধু ইন্দোর নয় ভবিষ্যতে দিল্লি, বেঙ্গালুরু,চেন্নাই সহ মোট ১০ টি শহরে এই নিয়ম চালু হবে। মূলত ভিক্ষাবৃত্তির নামে অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই উদ্যোগ। এই প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, সমীক্ষা তৈরির সময় শিয় শয় অপরাধমূলক কার্যকলাপ চোখে পড়েছে। কোনও কোনও ভিক্ষুকের পাকা বাড়িও চোখে পড়েছে। কারও ছেলেমেয়ে আবার ব্যাঙ্কে কর্মরত, এমন উদাহরণও রয়েছে। তিনি এও জানান, কোনও কোনও ভিক্ষুক আবা রাজস্থান থেকে ভিক্ষা করতে ইন্দোরে এসে বিলাসবহুল হোটেলে থাকেন।

ইন্দোরকে ভিক্ষারি শূন্য করতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের