মুম্বই, ১৪ মে: বৃহস্পতিবার মারণ ভাইরাসের বলি হলেন মুম্বই পুলিশের (Mumbai police) আরও এক কর্মী। মৃত পুলিশকর্মীর নাম পিএন ভগবান পার্তে। তিনি শিবাজী নগর থানায় কর্মরত ছিলেন। তাঁকে নিয়ে মুম্বই পুলিশের ৬ কর্মীর করোনাভাইরাসে মৃত্যু হল। গত মঙ্গলবার মুম্বই পুলিশের করোনা আক্রান্ত এএসআই মুরলীধর ওয়াঘমারের মৃত্যু হয়েছে। এদিন মুম্বই পুলিশের তরফে এই দুই কর্মীর মৃত্যুতে সমবেদনা জানানো হয়। এক টুইট বার্তায় মুম্বই পুলিশ বলে, “সিওরি থানার এএসআই মুরলীধর ওয়াঘমারে ও শিবাজী নগর থানার পুলিশকর্মী পিএন ভগবান পার্তে-র দুর্ভাগ্যজনক মৃত্যুতে মু্ম্বই পুলিশ শোকাহত। তাঁরা দুজনেই মহামারী করোনার বিরুদ্ধে লড়াই করছিলেন। তাঁদের আত্মার শান্তি কামনা করি। মৃতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।” আরও পড়ুন-PM Narendra Modi: কৃষক ও পরিযায়ী শ্রমিকরা নির্মলা সীতারমণের আজকের ঘোষণায় বিশেষ উপকৃত হবেন, বললেন নরেন্দ্র মোদি
Mumbai Police regrets to inform about the unfortunate demise of ASI Murlidhar Waghmare (Sewri PStn) & PN Bhagwan Parte (Shivaji Nagar PStn). ASI Waghmare & PN Parte were battling Coronavirus.
May their souls rest in peace. Our thoughts & prayers are with their families.
— Mumbai Police (@MumbaiPolice) May 14, 2020
সিওরি থানার এএসআই ওয়াঘমারে গত সাত মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার ঘায়ে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৯জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ৯ পুলিশ কর্মীই মুম্বইয়ের। পুনে, শোলাপুর ও নাসিকের পুলিশবাহিনীর একজন করে কর্মী ইতিমধ্যেই মারা গিয়েছেন। তাঁরা প্রত্যেকেই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গতমাসে মহারাষ্ট্রে মুম্বই পুলিশের যেসব কর্মী ৫৫ বছর বা তাঁর ঊর্ধ্বে রয়েছেন তাঁদের সবেতন ছুটি ঘোষণা হয়েছে সরকারের তরফে। এই মুহূর্তে মহারাষ্ট্রে এক হাজারের বেশি পুলিশকর্মী করোনায় আক্রান্ত। শুধু মুম্বইতেই মারণ ভাইরাসের আক্রান্ত প্রায় ৪০০ পুলিশকর্মী।