Anna University Rape Case Accused (Photo Credit: X)

চেন্নাই, ২ জুন: ধর্ষণের সাজা কতটা কঠিন হতে পারে,  এবার তা প্রমাণ করল আদালত। চেন্নাইয়ের মহিলা আদালতের তরফে আন্না বিশ্ববিদ্যালয়ের  (Anna University Rape cASE) ধর্ষণ মামলায় অভিযুক্ত এ গণশেখরণকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল (৩০ বছর)। সেই সঙ্গে এ গণশেখরনকে ৯০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে আদালতের (Chennai Mahila Court) তরফে জানানো হয়। আন্না বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় এ গণশেখরণকে দোষী সাব্যস্ত করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার ৪ দিন পর এ গণশেখরণের সাজা ঘোষণা করে চেন্নাইয়ের মহিলা আদালত। যেখানে বিচাররক এম রাজলক্ষ্মী অভিযুক্তর যাবজ্জীবন হাজতবাসের নির্দেশ দেন।

ধর্ষণে অভিযুক্তর যাবজ্জীবন সাজার নির্দেশ...

 

২৪ ডিসেম্বর এ গণশেখরণের (A Gnanasekaran) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এক তরুণা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে থাকলে, গণশেখরণ তাঁকে হুমকি দেয়। এরপর জোর করে টেনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গণশেখরণ তার নিজের মোবাইলে সেই ঘৃণ্য অপরাধের ভিডিয়ো রেকর্ড করে রাখে বলেও অভিযোগ করেন ওই তরুণী। প্রকাশ্যেই গণশেখরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

ওই ঘটনা মাদ্রাজ হাইকোর্টে উঠলে, সিট গঠনের নির্দেশ দেওয়া হয়। এরপর সিট ১০০ পাতার চার্জশিট জমা দিলে, মহিলা আদালতে যায় সেই মামলা। মহিলা আদালতের তরফে গণশেখরণকে দোষী সাব্যস্ত করা হয়। দোষী সাব্যস্তের ৪ দিন পর তার সাজা ঘোষণা করেন বিচারক।