দিল্লি, ৫ অগাস্ট: অনিল আম্বানিকে (Anil Ambani) তলব করা হয়েছে। ১৭ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় আজ অনিল আম্বানিকে তলব করা হয়েছে বলে খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মঙ্গলবার রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।
গত ১ অগাস্ট অনিল আম্বানির বিরুদ্ধে নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Reliance Group Chairman)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) নোটিশের পর এবার সমন পাঠানো হল রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানকে। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।
অনিল আম্বানি যাতে দেশ ছাড়তে না পারেন, তার জন্য রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। এবার নোটিশ জারির পর অনিল আম্বানিকে নতুন করে সমন পাঠানো হয়েছে বলে খবর। ৫ অগাস্ট দিল্লিতে ইডির যে অফিস রয়েছে, সেখানেই আজ অনিল আম্বানিকে হাজির হতে হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে।