Andhra Pradesh train accident

দেশে ফের ভয়াবাহ ট্রেন দুর্ঘটনা। রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বড় দুর্ঘটনা ঘটল। আলামান্দা-কানকাটাল্লীর কাছে হওয়া এই ট্রেন দুর্ঘটনায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৮ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

ভিজিয়ানাগারাম-রায়গড় ট্রেনটি একই রুটে চলা বিশাখাপত্তনাম-পালাসা ট্রেনটিকে ধাক্কা মারে বলে খবর। জোর কদমে উদ্ধারকাজ চলছে। আরও পড়ুন-কেরল বিস্ফোরণে আরও এক মহিলার মৃত্যু, আতঙ্কে কাঁপছে রাজ্য, সতর্কতা দেশজুড়ে

দেখুন ভিডিয়ো

রেলকর্মীর সিগন্যালের ত্রুটিতেই এই ভয়বাহ দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ভুল সিগন্যালের কারণে বিশাখাপত্তনাম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি ভিজিয়ানাগারাম-রায়গড়ের ট্রেনের লাইনে ঢুকে পড়ে বলে খবর।

উদ্ধারকাজ নিয়ে সব খবর রাখছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। দুর্ঘটনাস্থলে আসতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।