হায়দরাবাদ, ৩১ অক্টোবর: এবার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন এক মহিলা (Woman)। ভাসুরের সঙ্গে যাতে সম্পর্ক ভেঙে ফেলেন পুত্রবধূ, সে বিষয়ে তাঁকে ক্রমাগত চাপ দেওয়া হয় বলে অভিযোগ। শ্বশুরবাড়ির লোকজন বার বার তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেও, তিনি গোটা ঘটনা অস্বীকার করেন। স্বামী ভিন্ন কারও সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে তিনি বার বার দাবি করেন। তকাঁদতে থাকেন। তাতেও চিড়ে ভেজেনি।
বউমা বার বার তাদের অভিযোগ অস্বীকার করলে, তাঁকে একটি ঘরের ভিতরে বন্ধ করে রাখা হয় এক সপ্তাহ ধরে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ইলুরু (Eluru) জেলা থেকে এমনই একটি খবর প্রকাশ্যে আসে। যা সামনে আসতেই শুরু হয়ে যায় তোলপাড়।
রিপোর্টে প্রকাশ, গত ১০ দিন ধরে ওই মহিলাকে শ্বশুরবাড়ির লোকজন ঘরের ভিতরে বন্ধ করে রাখে। তাঁকে স্বামীর পরিবর্তে ভাসুরের সঙ্গে সম্পর্ক স্থাপন কেন করেছেন, এমন মিথ্যে অভিযোগে তাঁকে ১০ দিন ধরে বন্ধ করে রাখা হয় একটি ঘরে। এরপর সেই খবর কোনওক্রমে পুলিশ এবং মানবাধিকার কমিশনের কাছে পৌঁছলে, পদক্ষেপ করা হয়।
পুলিশ এবং মানবাধিকার কমিশন ইলুরুতে হাজির হয়ে ওই মহিলাকে বদ্ধ ঘর থেকে উদ্ধার করে। পুলিশের হাতে উদ্ধার হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা।
ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ইলুরুর ওই ঘটনার তদন্ত শুরু করেছে জোর কদমে।
আরও পড়ুন: Shocking Video: সেক্সে আপত্তি, স্ত্রীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল স্বামী, দেখুন ভিডিয়ো
দেখুন ১০ দিন ধরে ঘরে বন্ধ থাকার পর উদ্ধার হয়ে কীভাবে কান্নায় ভেঙে পড়লেন মহিলা...
ఏపీలో అమానవీయ ఘటన..!
బావతో వివాహేతర సంబంధం పెట్టుకోవాలని వివాహితను వేధించిన అత్తమామలు
ఏలూరు జిల్లా జంగారెడ్డిగూడెంలో ఘటన
అందుకు ఆమె నిరాకరించడంతో గత 10 రోజులుగా గదిలో బంధించిన అత్తమామలు
విషయం తెలుసుకుని ఆమెను రక్షించిన పోలీసులు, మానవ హక్కుల సంఘాల నేతలు
నిందితులపై కేసు నమోదు… pic.twitter.com/xsxAEx3xRV
— Telugu Scribe (@TeluguScribe) October 31, 2025
সম্প্রতি উত্তরপ্রদেশে খানিকটা এমন একটি ঘটনা ঘটে যায়। যেখানে স্ত্রী সেক্সে রাজি না হওয়ায়, তাঁকে ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেন স্বামী। ছাদ থেকে পড়ে গিয়ে ওই মহিলার শিরদাড়া ভেঙে যায়।
উত্তরপ্রদেশের পর দক্ষিণে। এবার এক পুত্রবধূর সঙ্গে অন্য ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করে, তাঁকে ঘরে আটকে রাখল শ্বশুরবাড়ির লোকজন।