ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ দু'দিনের টানা বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশ(Andhra Pradesh)। এই রাজ্যের বেশকিছু অংশে তৈরি হয়েছে বন্যা(Flood) পরিস্থিতি। জলমগ্ন চারিদিক। সবচেয়ে ভয়াবহ অবস্থা বিজয়ওয়ারায়(Vijayawada)। এর এ বার সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হয়েছে একটি মর্মান্তিক ভিডিয়ো(Video)। যাতে দেখা যাচ্ছে জলমগ্ন রাস্তায় ঝুড়িতে শুইয়ে শিশুকে নিয়ে এলাকা ছাড়ছেন এক বাবা। নিজে এক বুক জলে দাঁড়িয়ে দুধের শিশুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে এই ভিডিয়োটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারার সিং নগর এলাকার। এই ভিডিয়ো দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না অনেকেই। ভাইরাল ভিডিয়োর কমেন্টে কেউ-কেউ বলছেন, 'বাবা মানে সুপারম্যান।' কেউ আবার বন্যা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছেন। প্রসঙ্গত, মঙ্গলবারের পর বৃষ্টি থেমেছে অন্ধ্রপ্রদেশে। তবে জলমগ্ন চারিদিক। পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে তা বোঝাই যাচ্ছে। বন্যা পরিস্থিতি সামাল দিতে শুরু থেকেই তৎপর প্রশাসন। জলপথে, আকাশপথে বন্যা দুর্গতের কাছে খাবার, পানীয় জল, ওষুধপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

ঝুড়ির মধ্যে শিশুকে শুইয়ে জলমগ্ন রাস্তা পেরোচ্ছেন বাবা