অমরাবতী, ২১ জানুয়ারি: অমরাবতীর (Amaravati) গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আরও দুটি রাজ্য রাজধানী গড়ে তোলার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (CM Chandrababu Naidu) এবং অন্যান্য টিডিপি বিধায়ককে আটক করে পুলিশ। তিনটি রাজ্য রাজধানী গড়ে তোলার বিলে তীব্র বিতর্ক চলাকালীন টিডিপি-র (TDP) ১৭ জন বিধায়ককে বিধানসভা থেকে বরখাস্ত করার পরে তেলগু দেশম পার্টির (টিডিপি) সভাপতি এবং অন্যান্য দলের বিধায়করা অমরাবতীতে একটি 'পদযাত্রা'-য় অংশগ্রহন করেছিলেন।
বাতিলের পরও টিডিপি বিধায়করা ওয়াই এস জগন মোহন রেড্ডি (Y S Jaganmohan Reddy) সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভ জারি রেখেছিলেন। নাইডু অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি রাজনৈতিক স্বার্থের জন্য এই রাজ্যটিকে ধ্বংস করছেন। তিনি আরও বলেন, রেড্ডি তাঁর চেয়ে বয়সে ছোট হলেও তিনি যেন তাঁর সিদ্ধান্তের বিষয়ে পুনর্বিবেচনা করেন এবং অমরাবতীকে অন্ধ্রর একমাত্র রাজধানী হিসাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাও দাবি করেন।
আরও পড়ুন, বিজেপির নতুন সভাপতি জেপি নাড্ডা, তাঁর কাঁধে দায়িত্ব অর্পণ অমিত শাহর
#UPDATE Former Andhra Pradesh Chief Minister, and TDP chief N Chandrababu Naidu who was detained outside the state assembly, has been brought to Mangalagiri police station by the police. https://t.co/oVVhEvJaFx pic.twitter.com/nzdlPiTu7g
— ANI (@ANI) January 20, 2020
Andhra Pradesh Chief Minister YS Jagan Mohan Reddy in State Assembly: I have no grudge against Amaravati. We are continuing with Amaravati as the legislative capital, Visakhapatnam will be the executive capital, and Kurnool will be the judicial capital. https://t.co/nMqR7g9K0v pic.twitter.com/y54KhDdirl
— ANI (@ANI) January 20, 2020
প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন তিনটি রাজধানীর পরীক্ষাটি বিশ্বের কোথাও সফল হয়নি। তিনি 'অমরাবতী সেভ অন্ধ্র প্রদেশ' প্রচার চালিয়ে যাবেন বলেই দাবি করেন। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টিডিপি নেতা ও কৃষকরা প্রতিবাদ করে। তাঁর অভিযোগ, পুলিশ গুন্টুর সাংসদ গাল্লা জয়দেবকে লাঞ্ছিত করেছে এবং দলীয় নেতা ডি উমা মহেশ্বর রাওয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।