ভাইজাগ, ১৩ জানুয়ারি: অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) কারা বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোঁড়ে, সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল। বিশাখাপত্তনমের ভাইজাগে কারা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে দেয়, সেই ভিডয়ো প্রকাশ্যে আসে। বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। গোসালা শঙ্কর, তাকেতি চান্দু এবং পেড্ডা রাজ কুমার নামে ৩ ব্যক্তিকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে গ্রফতার করে বলে খবর। প্রসঙ্গত ১৫ জানুয়ারি সেকেন্দ্রাবাদ থেকে ভাইজাগ পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের আগে যখন ট্রেনের তদারকির কাজ চলছিল, সেই সময় ভাইজাগে তার উপর হামলা চালানো হয়।
ভাইজাগে বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার জেরে চাঞ্চল্য ছড়ায়। রেলের তরফে তদন্ত করা হবে বলে দেওয়া হয় আশ্বাস। এরপরই ওই ঘটনায় পরপর ৩ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে হামলা! পাথরের আঘাতে ভাঙ্গল কাঁচের দরজা (দেখুন ছবি)
The video shows that a man intentionally pelted stones on Vande Bharat, it might have been on instructions of someone but everyone should remember that through such acts, the name of our entire state get affected.
It is our collective responsibility to take care of gvt property. pic.twitter.com/QDwsaJjHpz
— Vishnu Vardhan Reddy (@SVishnuReddy) January 13, 2023
প্রসঙ্গত এর আগে মালদা (Malda) এবং কাটিহারেও বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা চালায় দুষ্কৃতীরা।