Andhra Pradesh Bandh Photo Credit: Twitter@ANI

তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান এন. চন্দ্রবাবু নাইডুর গ্রেপ্তার নিয়ে অন্ধ্রপ্রদেশে রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। সোমবার সকালে চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারের প্রতিবাদে বনধ ডেকেছে টিডিপি।

কোটি কোটি টাকার দুর্নীতির মামলায় তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুকে শনিবার গ্রেফতারের পর  রবিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার স্থানীয় আদালতে হাজির করা হয়। যেখান থেকে আদালত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। যার বিরোধিতা করছে টিডিপি। টিডিপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা চন্দ্রবাবু নাইডুর গ্রেপ্তারের প্রতিবাদ করবে এবং প্রতিবাদ জানাতে আজ রাস্তায় নামবে।

স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কেলেঙ্কারির মামলায় সিআইডি টিম অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শনিবার সকাল ৬ টায় নান্দিয়াল শহরের জ্ঞানপুরমের আরকে ফাংশন হলের বাইরে থেকে গ্রেপ্তার করেছিল। সেই সময় চন্দ্রবাবু  নাইডু বাসে ঘুমিয়ে ছিলেন। চন্দ্রবাবুকে গ্রেপ্তারের প্রায় ৩৬ ঘন্টা পরে, রবিবার সন্ধ্যা ৬.৫০ নাগাদ দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) আদালত রিমান্ডের আদেশ জারি করে।