মুম্বইঃ বিগত কিছুদিন ধরে প্রায় গোটা দেশের চোখ মায়ানগরীতে। উপলক্ষ মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং নীতা আম্বানির (Nita Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানির (Ananth Ambani) বিয়ে। এই জমকালো বিয়ের আসরে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের তারকারা। উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও, বিশেষ ব্যস্ততার কারণে গিয়ে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । তবে বিয়েতে উপস্থিত না থাকতে পারলেও, বিয়ের পরের দিন অর্থাৎ শনিবার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন অনন্ত এবং রাধিকা। মাথায় হাত রাখেন নমো। উপহার হিসেবে তাদের হাতে ভগবানের ছবি তুলে দেন মোদী। সেই মুহূর্তে হাজির ছিল গোটা আম্বানি পরিবার। প্রধানমন্ত্রীর আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি নীতা আম্বানি। মোদীকে স্বাগত জানান তিনি। প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন মুকেশ আম্বানি। এ ছাড়া ইশা ও আকাশ অম্বানীর সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে মোদীকে। প্রসঙ্গত, গট ১২ জুলাই সাত পাঁকে বাঁধা পড়েছেন অনন্ত এবং রাধিকা। এই 'বিগ ফ্যাট ওয়েডিং' বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার হট কেক। বিয়ের আগের এক সপ্তাহ ধরে চলে প্রাক-বিবাহের অনুষ্ঠান। তার বিভিন্ন ঝলক সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ১২ জুলাই, আম্বানিদের ছোট ছেলের বিয়ে উপলক্ষ্যে মায়ানগরীতে বসেছিল চাঁদের হাট। কিম কার্দাশিয়ান, জন সিনার মতো হলিউড তারকা থেকে শুরু করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড তারকারা, হাজির ছিলেন সকলে। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রাক্তন ব্রিটিশ প্রেসিডেন্ট বরিস জনসন, টনি ব্লেয়ার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বাদ যাননি কেউই।
Prime Minister #NarendraModi on Saturday attended the 'Shubh Aashirwad' ceremony of #AnantAmbani and #RadhikaMerchant pic.twitter.com/JeSIQDhonk
— The Times Of India (@timesofindia) July 14, 2024